দুমকি (পটুয়াখালী) | ০৭ ডিসেম্বর ২০২৫ — পটুয়াখালীর দুমকি উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি সফিকুল ইসলামকে বগুড়া জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা সফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ঢাকার একটি গার্মেন্টস কারখানায় চাকরির সুবাদে সফিকুল ইসলাম ও মোসা. ফাতেমা খাতুনের পরিচয় হয়। পরবর্তীতে তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং দু’জন বিয়ে করেন। বিয়ের পর থেকেই নানা অজুহাতে সফিকুল ইসলাম তার স্ত্রী ফাতেমার কাছে যৌতুক দাবি করতে থাকেন।
অভিযোগে উল্লেখ আছে, গত ১৭ অক্টোবর ফাতেমা খাতুন তার পিত্রালয়ের বসতঘরের বারান্দায় অবস্থান করার সময় সফিকুল ইসলাম সেখানে গিয়ে তাকে পিটিয়ে আহত করেন এবং হত্যার চেষ্টা চালান। শারীরিক নির্যাতনের পাশাপাশি তাকে মানসিকভাবেও নির্যাতন করা হতো বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, ৬ নভেম্বর ফাতেমা খাতুন দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ১১(ক)/৩০ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং–০১)। অভিযোগের পর পটুয়াখালীর সিনিয়র স্পেশাল জজ আদালত সফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরোয়ানার ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি বিশেষ টিম বগুড়ায় গিয়ে অভিযান পরিচালনার মাধ্যমে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
জাকির হোসেন হাওলাদার 
























