1:36 am, Tuesday, 16 December 2025

মৌলভীবাজারে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন পালিত

মৌলভীবাজার, ১২ ডিসেম্বর — মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ ও তমদ্দুন মজলিশ মৌলভীবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন তমদ্দুন মজলিশের জেলা সভাপতি ও বিশিষ্ট লেখক–গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদের সদস্য সচিব ও তমদ্দুন মজলিশ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার ডায়াবেটিস সমিতির সভাপতি ডা. এম. এ. আহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান,
  • অ্যাডভোকেট ড. আবু তাহের,
  • জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ,
  • শ্রীমঙ্গল সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফি উদ্দিন নিজাম,
  • মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল–এস হেড অব নিউজ খালেদ চৌধুরী,
  • সমাজসেবক সিরাজুল ইসলাম সিদ্দিকী,
  • তরুণ লেখক ও পর্যটক নুহ বিন হোসাইন,
  • হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী,
  • মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম সেফুল,
  • বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মেরাজ চৌধুরী,
  • মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, দেশপ্রেম ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন অবিসংবাদিত নেতা। তার আদর্শ নতুন প্রজন্মকে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের পথ দেখাতে পারে।

আলোচনা শেষে তার স্মৃতি ও আদর্শ জীবনীচর্চা প্রসারে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মৌলভীবাজারে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন পালিত

Update Time : 10:52:58 pm, Friday, 12 December 2025

মৌলভীবাজার, ১২ ডিসেম্বর — মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদ ও তমদ্দুন মজলিশ মৌলভীবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন তমদ্দুন মজলিশের জেলা সভাপতি ও বিশিষ্ট লেখক–গবেষক সৈয়দ কামাল আহমদ বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাষাসৈনিক বদরুজ্জামান পর্ষদের সদস্য সচিব ও তমদ্দুন মজলিশ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার ডায়াবেটিস সমিতির সভাপতি ডা. এম. এ. আহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

  • অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান,
  • অ্যাডভোকেট ড. আবু তাহের,
  • জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ,
  • শ্রীমঙ্গল সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রফি উদ্দিন নিজাম,
  • মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি ও চ্যানেল–এস হেড অব নিউজ খালেদ চৌধুরী,
  • সমাজসেবক সিরাজুল ইসলাম সিদ্দিকী,
  • তরুণ লেখক ও পর্যটক নুহ বিন হোসাইন,
  • হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী,
  • মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম সেফুল,
  • বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মেরাজ চৌধুরী,
  • মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ প্রমুখ।

বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের কণ্ঠস্বর, দেশপ্রেম ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি ছিলেন অবিসংবাদিত নেতা। তার আদর্শ নতুন প্রজন্মকে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের পথ দেখাতে পারে।

আলোচনা শেষে তার স্মৃতি ও আদর্শ জীবনীচর্চা প্রসারে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।