ঢাকা, ১২ ডিসেম্বর — ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “প্রার্থীদের নিরাপত্তা আজ বড় প্রশ্নের মুখে। দিনদুপুরে একজন প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে—এ ঘটনার মধ্য দিয়ে নিরাপত্তাহীনতা স্পষ্ট হয়েছে।”
তিনি আরও বলেন, “গত দেড় বছরে প্রকাশ্যে খুন ও গুলিবর্ষণের বেশ কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দেখা যাচ্ছে আশঙ্কাজনক নীরবতা। নির্বাচনের আগে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠছে।”
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে এম এ আউয়াল বলেন, “শুধু ঢাকায় নয়, চট্টগ্রামেও একটি রাজনৈতিক দলের নেতাকে গুলি করা হয়েছে। এগুলো ভালো সংকেত নয়। নির্বাচনকে সামনে রেখে এমন অপরাধ কঠোরভাবে দমন করতে হবে।”
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 
























