মৌলভীবাজার, ১১ ডিসেম্বর — ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ভাষণ দিয়ে এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি জানান, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫–এর ওপর গণভোটও অনুষ্ঠিত হবে।
তফসিলের মূল তারিখসমূহ
- মনোনয়নপত্র দাখিলের শেষ দিন: ২৯ ডিসেম্বর
- মনোনয়নপত্র বাছাই: ৩০ ডিসেম্বর–৪ জানুয়ারি
- আপিলের শেষ দিন: ১১ জানুয়ারি
- আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি
- প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ২০ জানুয়ারি
- প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
- প্রচারণা শুরু: ২২ জানুয়ারি
- প্রচারণার শেষ সময়: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট
এর আগে বুধবার দুপুরে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। পরে বিকেলে সিইসির ভাষণ রেকর্ড করা হয়, যা আজ প্রচার করা হয়।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, তফসিল ঘোষণার পর দ্রুতই রিটার্নিং অফিসার নিয়োগ, মোবাইল কোর্ট পরিচালনা, মনিটরিং সেল গঠন, আইনশৃঙ্খলা সেল গঠন সহ প্রয়োজনীয় ২০টির মতো পরিপত্র জারি হবে।
স্বাধীনতার পর এখন পর্যন্ত নির্বাচনচিত্র
এ পর্যন্ত দেশে মোট ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- আওয়ামী লীগ: ৬ বার
- বিএনপি: ৪ বার
- জাতীয় পার্টি: ২ বার সরকার গঠন করে।
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও দ্বাদশ সংসদ পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি। তবে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদ সফলভাবে মেয়াদ পূরণ করেছে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 


























