ঢাকা, ১০ ডিসেম্বর — সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতা প্রবর্তনের দাবিতে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে হঠাৎ করে আন্দোলনে নেমেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনকারীরা অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় অবস্থান নিয়ে অর্থ উপদেষ্টাকে তার দপ্তরে অবরুদ্ধ করে রাখেন।
বিকাল ৪টা পর্যন্ত তারা দপ্তরের সামনে স্লোগান দিতে থাকেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ঘটনার বিবরণ
বিকেল ২টা ৩০ মিনিটে সচিবালয়ের বিভিন্ন দপ্তরের প্রায় ৩০০–৪০০ কর্মচারী একত্রিত হয়ে মিছিলসহ অর্থ মন্ত্রণালয়ের তৃতীয় তলায় যান। পরে তারা অর্থ উপদেষ্টার কক্ষের সামনে জড়ো হয়ে হ্যান্ড মাইকে স্লোগান দিতে থাকেন—
“সচিবালয় ভাতা চাই”, “দাবি মানতে হবে”— ইত্যাদি।
আন্দোলনকারীদের অভিযোগ
আন্দোলনকারীরা বলেন,
- রেশন ব্যবস্থার দাবিতে আগেও অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।
- সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত মহার্ঘ্য ভাতা কার্যকর হয়নি।
- নতুন পে-কমিশন গঠিত হলেও বর্তমান সরকার তা বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
এসব দাবির সমন্বয়ে ক্ষোভ জমে আজকের আন্দোলনে রূপ নেয়।
একজন সচিবের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) বলেন,
“উপদেষ্টা, মন্ত্রী বা সচিবরা রাতে যতক্ষণ অফিসে থাকেন আমাদেরও অবস্থান করতে হয়। অথচ বিভিন্ন দপ্তরের কর্মীদের বিভিন্ন ভাতা থাকলেও সচিবালয়ে কর্মরত আমরা বঞ্চিত। তাই ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলন ছাড়া উপায় নেই।”
বর্তমান অবস্থা
সংবাদ লেখার সময় পর্যন্ত অর্থ উপদেষ্টা দপ্তরেই অবস্থান করে আছেন এবং আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত পিছু না हटার ঘোষণা দিয়েছেন।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 




























