12:33 am, Thursday, 11 December 2025

লুটনে ইউনিটি অব মৌলভীবাজারের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

লুটন | ১০ ডিসেম্বর ২০২৫ — ব্রিটেনের লুটন শহরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইউনিটি অব মৌলভীবাজারের নতুন কমিটির অভিষেক ও ডিনার পার্টি। রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লুটনের একটি কমিউনিটি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশে–বিদেশে বসবাসরত মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণি–পেশার বিপুল সংখ্যক প্রবাসী এতে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রউফ তালুকদার। সঞ্চালনা করেন সেক্রেটারি লিটন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন সানিরাসেল খান

প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক এম এ মান্নান। তিনি নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী
  • গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুর
  • বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান এমবিই
  • অ্যাকাউন্ট্যান্ট রফিক হায়দার রিপন
  • সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, সৈয়দ ফজলুল হক সেলিম
  • কবি কাজল রশিদ, ইব্রাহিম তালুকদার
    এছাড়া সংগঠনের উপদেষ্টা, সাবেক সভাপতি ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ রুয়েজ আহমদ। শেষে দোয়া পরিচালনা করেন মাহফুজ আহমেদ। দোয়ায় সংগঠনের প্রয়াত উপদেষ্টা মুক্তিযোদ্ধা ইতেখার উদ্দিন এবং বাংলাদেশ টিমের সদস্য মরহুম মোহাম্মদ কামাল মনসুর–এর রুহের মাগফিরাত কামনা করা হয়।

র‍্যাফেল ড্র

র‍্যাফেল ড্র–এ প্রথম পুরস্কার জেতেন লুটনের মো. ইকবাল হোসেন। দ্বিতীয় পুরস্কার লন্ডনের শামীম চৌধুরী এবং তৃতীয় পুরস্কার বিজয়ী মাইনুল হোসেন বেলালের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

মৌলভীবাজারের উন্নয়ন নিয়ে বক্তাদের দাবি

বক্তারা বলেন,
প্রবাসী মৌলভীবাজারবাসী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও জেলার উন্নয়নে বৈষম্য রয়ে গেছে। দীর্ঘদিন অবহেলিত মৌলভীবাজারে—

  • মিরপুর–মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট সড়ক চার লেনে উন্নীত করা
  • সরকারি মেডিকেল কলেজ স্থাপন
  • পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
  • শমসেরনগর বিমানবন্দর চালু
    —এসব দাবি জোরালোভাবে তুলে ধরেন তারা।

বক্তারা আরও বলেন, মৌলভীবাজারের গ্রামীণ রাস্তাঘাটের বেহাল পরিস্থিতির কারণে জনভোগান্তি চরমে পৌঁছেছে। ঢাকা–সিলেট মহাসড়কের দুরবস্থায় পাঁচ ঘণ্টার যাত্রাপথ অনেকসময় ১৫–১৬ ঘণ্টা লেগে যাচ্ছে। ফলে যাত্রীরা ট্রেনের ওপর নির্ভরশীল হয়ে পড়লেও টিকিট–সিন্ডিকেটের কারণে তা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

আগামী দিনের পরিকল্পনা

অনুষ্ঠানে ইউনিটি অব মৌলভীবাজারের বিগত দিনের কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। উপস্থিত সবাই এসব কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতেও জেলার উন্নয়ন, মানবসেবা, এবং রমজান প্রজেক্টে খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

উষ্ণ মিলনমেলায় পরিণত হওয়া এই অভিষেক অনুষ্ঠান প্রবাসী মৌলভীবাজারবাসীর ঐক্য, দায়িত্ববোধ ও উন্নয়নমুখী উদ্যোগের নতুন অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

লুটনে ইউনিটি অব মৌলভীবাজারের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

Update Time : 02:35:36 pm, Wednesday, 10 December 2025

লুটন | ১০ ডিসেম্বর ২০২৫ — ব্রিটেনের লুটন শহরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইউনিটি অব মৌলভীবাজারের নতুন কমিটির অভিষেক ও ডিনার পার্টি। রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লুটনের একটি কমিউনিটি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশে–বিদেশে বসবাসরত মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণি–পেশার বিপুল সংখ্যক প্রবাসী এতে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রউফ তালুকদার। সঞ্চালনা করেন সেক্রেটারি লিটন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন সানিরাসেল খান

প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক এম এ মান্নান। তিনি নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী
  • গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুর
  • বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান এমবিই
  • অ্যাকাউন্ট্যান্ট রফিক হায়দার রিপন
  • সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, সৈয়দ ফজলুল হক সেলিম
  • কবি কাজল রশিদ, ইব্রাহিম তালুকদার
    এছাড়া সংগঠনের উপদেষ্টা, সাবেক সভাপতি ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সৈয়দ রুয়েজ আহমদ। শেষে দোয়া পরিচালনা করেন মাহফুজ আহমেদ। দোয়ায় সংগঠনের প্রয়াত উপদেষ্টা মুক্তিযোদ্ধা ইতেখার উদ্দিন এবং বাংলাদেশ টিমের সদস্য মরহুম মোহাম্মদ কামাল মনসুর–এর রুহের মাগফিরাত কামনা করা হয়।

র‍্যাফেল ড্র

র‍্যাফেল ড্র–এ প্রথম পুরস্কার জেতেন লুটনের মো. ইকবাল হোসেন। দ্বিতীয় পুরস্কার লন্ডনের শামীম চৌধুরী এবং তৃতীয় পুরস্কার বিজয়ী মাইনুল হোসেন বেলালের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

মৌলভীবাজারের উন্নয়ন নিয়ে বক্তাদের দাবি

বক্তারা বলেন,
প্রবাসী মৌলভীবাজারবাসী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও জেলার উন্নয়নে বৈষম্য রয়ে গেছে। দীর্ঘদিন অবহেলিত মৌলভীবাজারে—

  • মিরপুর–মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট সড়ক চার লেনে উন্নীত করা
  • সরকারি মেডিকেল কলেজ স্থাপন
  • পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
  • শমসেরনগর বিমানবন্দর চালু
    —এসব দাবি জোরালোভাবে তুলে ধরেন তারা।

বক্তারা আরও বলেন, মৌলভীবাজারের গ্রামীণ রাস্তাঘাটের বেহাল পরিস্থিতির কারণে জনভোগান্তি চরমে পৌঁছেছে। ঢাকা–সিলেট মহাসড়কের দুরবস্থায় পাঁচ ঘণ্টার যাত্রাপথ অনেকসময় ১৫–১৬ ঘণ্টা লেগে যাচ্ছে। ফলে যাত্রীরা ট্রেনের ওপর নির্ভরশীল হয়ে পড়লেও টিকিট–সিন্ডিকেটের কারণে তা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

আগামী দিনের পরিকল্পনা

অনুষ্ঠানে ইউনিটি অব মৌলভীবাজারের বিগত দিনের কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়। উপস্থিত সবাই এসব কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামীতেও জেলার উন্নয়ন, মানবসেবা, এবং রমজান প্রজেক্টে খাদ্যসামগ্রী বিতরণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

উষ্ণ মিলনমেলায় পরিণত হওয়া এই অভিষেক অনুষ্ঠান প্রবাসী মৌলভীবাজারবাসীর ঐক্য, দায়িত্ববোধ ও উন্নয়নমুখী উদ্যোগের নতুন অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।