সিলেট | ১০ ডিসেম্বর ২০২৫ — সিলেটের দক্ষিণ সুরমায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনেই এ কর্মসূচি হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. অনিক চৌধুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
উপজেলা প্রকৌশলী আজিম উর রশীদ,
উপজেলা শিক্ষা অফিসার রোমান মিয়া,
উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান,
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মানদা রঞ্জন তালুকদার,
পরিসংখ্যান কর্মকর্তা সীমানা দাস,
লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান,
এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক হাজী এম. আহমদ আলী।
এ ছাড়াও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরানসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রইস আলী, আব্দুল হাই, উসমান আলী, শাহনাজ কুলসুম আরা ও সততা সংঘের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অনুষ্ঠানে নতুন দায়িত্ব গ্রহণকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে ফুল ও উপহার দেওয়া হয়। পরে সততা সংঘের সদস্যদেরও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
সালেহ আহমদ (স'লিপক) 























