শ্রীমঙ্গল (মৌলভীবাজার): “সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে শ্রীমঙ্গলে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), শ্রীমঙ্গল উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু
অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন জাতীয় পতাকা উত্তোলন করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করেন দুপ্রক সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ তালুকদার।
এরপর উপজেলা পরিষদের সামনে আয়োজন করা হয় দুর্নীতি বিরোধী মানববন্ধন।
বৃহৎ অংশগ্রহণ — বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাবেশ
মানববন্ধনে উপস্থিত ছিলেন—
- সরকারি দপ্তরসমূহের কর্মকর্তা
- রাজনৈতিক নেতৃবৃন্দ
- বিভিন্ন এনজিও প্রতিনিধি
- দুপ্রকের সদস্যবৃন্দ
- সচেতন নাগরিক কমিটির সদস্য
- বিএনসিসি, স্কাউটস, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্য
- বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা
- স্থানীয় সাংবাদিকবৃন্দ
মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি আজ দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। সরকারি-বেসরকারি সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হলে দুর্নীতি অনেক কমে আসবে। নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেতনতা জরুরি।
আলোচনা সভা
কর্মসূচির দ্বিতীয় পর্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ আকন।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুপ্রক সদস্য অয়ন চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন—
- দুপ্রক সভাপতি প্রফেসর রফি আহমদ চৌধুরী
- সচেতন নাগরিক কমিটির সভাপতি এডভোকেট মোঃ আলাউদ্দিন
- জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল
- সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি কাজী আসমা
স্বাগত বক্তব্য রাখেন দুপ্রক শ্রীমঙ্গল উপজেলা কমিটির সহ-সভাপতি এ এন এম ওয়াহিদুজ্জামান।
বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে নাগরিকদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন—সব ক্ষেত্রেই নৈতিকতা ও সততার চর্চা বাড়াতে হবে।
দুর্নীতি রোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন বলেন—
“দুর্নীতি ছাড়া উন্নয়ন কল্পনাও করা যায় না। তাই প্রত্যেকের দায়িত্ব নিজের অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা।”
আলোচনা সভা শেষে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
মোঃ কাওছার ইকবাল 























