মৌলভীবাজার | ০৭ ডিসেম্বর ২০২৫ — মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন মিশকাতুল কোরআন মাদ্রাসায় আগামী ১০ ডিসেম্বর (বুধবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। বরুণার পীর সাহেব, শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহাম্মদ রশিদুর রহমান ফারুক (হাফি.)–এর তত্ত্বাবধানে পরিচালিত এই মাদরাসার বার্ষিক মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
উচ্চপর্যায়ের বয়ানে মহাসম্মেলন হবে সমৃদ্ধ
মাহফিলে সভাপতিত্ব করবেন—
আমীরে আঞ্জুমান আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।
প্রধান অতিথি হিসেবে যোগদান করে বয়ান পেশ করবেন—
শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী (রহ.)–এর সাহেবজাদা, আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী, ভারত।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
- আল্লামা শায়েখ সাঈদুর রহমান বর্ণভী, নায়েবে আমীর, আঞ্জুমানে হেফাজতে ইসলাম
- আল্লামা মুফতি ফয়সাল নাদিম, পাকিস্তান
পাশাপাশি দেশ-বিদেশের বহু বরণ্য আলেম ও বুজুর্গানে দ্বীন এই মাহফিলে বয়ান পেশ করবেন বলে জানানো হয়েছে।
মাহফিলে যোগদানের আহ্বান
মিশকাতুল কোরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা সাদ আহমদ আমিন বর্ণভী জানিয়েছেন, মুসলিম সমাজের সকল শ্রেণির মানুষের জন্য এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন উন্মুক্ত। তিনি ধর্মপ্রাণ মুসলিমদের মহাসম্মেলনে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানান।
স্থান ও যাতায়াত নির্দেশনা
মাদরাসাটিতে পৌঁছানোর জন্য—
- মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ডে নামতে হবে
- সেখান থেকে অটোরিকশাযোগে রঘুনন্দনপুর (এম সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন)
আয়োজকদের আশা, দেশের বৃহত্তর এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফলভাবে সম্পন্ন হবে এবং মুসলিম উম্মাহর আধ্যাত্মিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 






















