1:35 am, Monday, 8 December 2025

মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে স্কাউটস — বিভাগীয় কমিশনার

সিলেট | ০৭ ডিসেম্বর ২০২৫ — সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, “বাংলাদেশ স্কাউটস কেবল একটি সংগঠন নয়, এটি একটি মূল্যবোধের বিদ্যালয়। স্কাউটস এমন এক প্রজন্ম গড়ে তুলছে যারা হবে সুশৃঙ্খল, মানবিক, দায়িত্বশীল এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ। একটি বাসযোগ্য, সুন্দর ও মানবিক রাষ্ট্র নির্মাণে স্কাউটসের ভূমিকা অনন্য।”

শনিবার (৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল আয়োজিত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন,
“পৃথিবীর ইতিহাস বলে, নেতৃত্বের ব্যর্থতার কারণেই বিশ্বে নানা সময় রক্তপাত, সংঘাত ও যুদ্ধ হয়েছে। মানুষই পৃথিবীকে সুন্দর করে, আবার মানুষই ধ্বংসও ডেকে আনে। তাই প্রয়োজন মানবিক, দায়িত্বশীল ও সঠিক নেতৃত্বের—যা স্কাউটস আন্দোলন বহুদিন ধরেই তৈরি করে যাচ্ছে।”

তিনি মনে করেন, শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জন করলেই চলবে না, তাদের মানবিক গুণাবলী, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি সম্মানবোধ থাকা প্রয়োজন। স্কাউটস সেই শিক্ষাই দিয়ে থাকে।

তার ভাষায়—
“শত বছরের বেশি সময় ধরে স্কাউটস টিকে আছে কারণ এই সংগঠন মানুষকে শিখায় শৃঙ্খলা, সহনশীলতা, দলগতভাবে কাজ করা, নিজের দায়িত্ব পালন করা এবং নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করা। এ কারণে একজন স্কাউট ভবিষ্যতে যেখানেই যাবে, মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবেই গড়ে উঠবে।”

দেশের উন্নয়ন প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন—
“আমাদের দেশ বহুবার ব্যর্থ নেতৃত্ব, স্বার্থান্ধ ও লোভী মানুষের কারণে পিছিয়ে গেছে। উন্নয়নের জন্য প্রয়োজন নির্লোভ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক। স্কাউটরা সেই ভবিষ্যৎ নেতা হিসেবে তৈরি হচ্ছে—এটাই আমাদের বড় আশা।”

তিনি স্কাউটদের দীর্ঘমেয়াদি সমন্বয় ও যোগাযোগ জোরদার করতে অ্যালামনাই (Alumni) গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী

এ সময় আরও উপস্থিত ছিলেন—

  • অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ,
  • সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম,
  • স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মো. আবদুল আজিজ,
  • উপ-কমিশনার ড. মো. সিরাজুল ইসলাম,
  • শিক্ষক, অভিভাবক, কাব ও স্কাউট সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে ২০২০–২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৩১০ জন স্কাউটকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৩৭২ শিশু হাফেজের মাধ্যমে ১০০ বার কোরআন খতম

মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনে কাজ করছে স্কাউটস — বিভাগীয় কমিশনার

Update Time : 05:03:40 pm, Sunday, 7 December 2025

সিলেট | ০৭ ডিসেম্বর ২০২৫ — সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, “বাংলাদেশ স্কাউটস কেবল একটি সংগঠন নয়, এটি একটি মূল্যবোধের বিদ্যালয়। স্কাউটস এমন এক প্রজন্ম গড়ে তুলছে যারা হবে সুশৃঙ্খল, মানবিক, দায়িত্বশীল এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ। একটি বাসযোগ্য, সুন্দর ও মানবিক রাষ্ট্র নির্মাণে স্কাউটসের ভূমিকা অনন্য।”

শনিবার (৬ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল আয়োজিত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন,
“পৃথিবীর ইতিহাস বলে, নেতৃত্বের ব্যর্থতার কারণেই বিশ্বে নানা সময় রক্তপাত, সংঘাত ও যুদ্ধ হয়েছে। মানুষই পৃথিবীকে সুন্দর করে, আবার মানুষই ধ্বংসও ডেকে আনে। তাই প্রয়োজন মানবিক, দায়িত্বশীল ও সঠিক নেতৃত্বের—যা স্কাউটস আন্দোলন বহুদিন ধরেই তৈরি করে যাচ্ছে।”

তিনি মনে করেন, শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জন করলেই চলবে না, তাদের মানবিক গুণাবলী, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি সম্মানবোধ থাকা প্রয়োজন। স্কাউটস সেই শিক্ষাই দিয়ে থাকে।

তার ভাষায়—
“শত বছরের বেশি সময় ধরে স্কাউটস টিকে আছে কারণ এই সংগঠন মানুষকে শিখায় শৃঙ্খলা, সহনশীলতা, দলগতভাবে কাজ করা, নিজের দায়িত্ব পালন করা এবং নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করা। এ কারণে একজন স্কাউট ভবিষ্যতে যেখানেই যাবে, মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবেই গড়ে উঠবে।”

দেশের উন্নয়ন প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন—
“আমাদের দেশ বহুবার ব্যর্থ নেতৃত্ব, স্বার্থান্ধ ও লোভী মানুষের কারণে পিছিয়ে গেছে। উন্নয়নের জন্য প্রয়োজন নির্লোভ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক। স্কাউটরা সেই ভবিষ্যৎ নেতা হিসেবে তৈরি হচ্ছে—এটাই আমাদের বড় আশা।”

তিনি স্কাউটদের দীর্ঘমেয়াদি সমন্বয় ও যোগাযোগ জোরদার করতে অ্যালামনাই (Alumni) গঠনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সভাপতি প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী

এ সময় আরও উপস্থিত ছিলেন—

  • অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ,
  • সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম,
  • স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার মো. আবদুল আজিজ,
  • উপ-কমিশনার ড. মো. সিরাজুল ইসলাম,
  • শিক্ষক, অভিভাবক, কাব ও স্কাউট সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে ২০২০–২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব ও প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত ৩১০ জন স্কাউটকে সম্মাননা ও সনদ প্রদান করা হয়।