ঢাকা | ০৫ ডিসেম্বর ২০২৫ — স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনো নিজের একটি রাষ্ট্রীয় এয়ার অ্যাম্বুলেন্স কেন কিনতে পারেনি—এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ–এর সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান।
তিনি বলেন, “আজও যখন জাতির একজন সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নিতে অন্য দেশের এয়ার অ্যাম্বুলেন্স ধার করতে হয়—এটি স্বাধীন বাংলাদেশের জন্য লজ্জাজনক এক বাস্তবতা।”
দুর্নীতি, অর্থপাচার ও রাষ্ট্রের ব্যর্থতার চিত্র
মেহেদী হাসান অভিযোগ করে বলেন—
“বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। ক্ষমতায় যারা যায়, তারা রাতারাতি হাজার কোটি টাকার মালিক বনে যায়। অথচ দেশের মানুষের জরুরি চিকিৎসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত কেনা হয়নি!”
তিনি আরও উল্লেখ করেন—
“সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকারে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে—যা দেশের সাধারণ মানুষের কষ্টার্জিত সম্পদ লুটপাটের এক নির্মম উদাহরণ। প্রশ্ন হলো—মুক্তিযোদ্ধারা কি এ দেশের এ ভবিষ্যৎ কল্পনা করেছিলেন?”
সাবেক শাসকদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ
প্রবাসী স্বজন ফাউন্ডেশনের নেতা বলেন—
“বিগত শাসকরা দেশটাকে লুটেপুটে খেয়েছেন। রাষ্ট্রীয় সম্পদ, ব্যাংক, প্রকল্প—সবকিছু দুর্নীতির মাধ্যমে নিঃশেষিত হয়েছে। এমনকি বর্তমান ক্ষমতাসীনদের মধ্যেও অনেকের বিরুদ্ধে টাকা পাচারের গুরুতর অভিযোগ রয়েছে।”
তিনি দাবি করেন, এই দুর্নীতির ধারাবাহিকতার কারণেই আজ দেশের জরুরি স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে প্রয়োজনীয় উপকরণ—এয়ার অ্যাম্বুলেন্স—রাষ্ট্রের মালিকানায় নেই।
খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স
এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেলে ঢাকায় অবতরণ করবে।
ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ জানান—
“কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানির এ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার বিকেলে ঢাকায় পৌঁছাবে।”
কূটনৈতিক সূত্র জানায়—জার্মানির প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি এফএআই রেন্ট–এ–জেট জিএমবিএইচ–এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেট ঢাকায় এসে তিবলিসি হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে।
শনিবার সন্ধ্যা বা রাতেই খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা করতে পারে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন—
“কাতারের রাজপরিবারের পাঠানো আগের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় অ্যামির প্রতিশ্রুতি অনুযায়ী আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে।”
রাষ্ট্রীয় অযোগ্যতার প্রতীক—মেহেদীর অভিমত
এস এম মেহেদী হাসান ক্ষোভ নিয়ে বলেন—
“এয়ার অ্যাম্বুলেন্স কেনার মতো মৌলিক প্রস্তুতিও যেসব সরকার নিতে পারেনি—তারা দেশের মানুষকে কী নিরাপত্তা দেবে? এত বছরেও আমরা যদি একটি এয়ার অ্যাম্বুলেন্স না কিনতে পারি, তবে রাষ্ট্র পরিচালনার নৈতিক অধিকারই প্রশ্নবিদ্ধ।”
তিনি আরও বলেন—
“বাংলাদেশের মতো ১৭ কোটির দেশেও জরুরি চিকিৎসার শীর্ষ অবকাঠামো ভিন্ন দেশের দয়ার ওপর নির্ভরশীল—এ বাস্তবতা পরিবর্তন করা জরুরি।”
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 



























