ঢাকা | ০৫ ডিসেম্বর ২০২৫ — সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানির একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি সন্ধ্যা বা রাতে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে।
ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, “কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। শনিবার বিকেলে এটি অবতরণ করবে।”
কূটনৈতিক সূত্র জানায়, জার্মান প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি FAI Rent-a-Jet GmbH–এর CL60 (Bombardier Challenger 600 series) জেটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে তিবলিসি হয়ে সরাসরি লন্ডনে যাবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “কাতারের রাজপরিবারের পূর্বনির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় আমির বিকল্প আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন, যা শনিবার বিকেল ৫টায় ঢাকায় অবতরণ করবে।”
৫৪ বছরের স্বাধীন বাংলাদেশ আজও কেন নিজের এয়ার অ্যাম্বুলেন্স নেই? — ক্ষোভ প্রবাসী স্বজন
স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ নিজের একটি এয়ার অ্যাম্বুলেন্স কিনতে পারেনি—এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী স্বজন ফাউন্ডেশন বাংলাদেশ–এর সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান।
তিনি বলেন—
“হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। ধনী হয়েছে গুটি কয়েক রাজনীতিবিদ ও ক্ষমতাসীন ব্যক্তিরা। যে ক্ষমতায় যায়, সেই রাতারাতি হাজার কোটি টাকার মালিক হয়ে ওঠে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার থেকে ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার—এই বাস্তবতাই বলে দেয় দেশটার অবস্থা কত ভয়াবহ।”
তিনি আরও বলেন—
“মুক্তিযোদ্ধারা কি এ জন্য যুদ্ধ করেছিলেন? দেশটা লুটেপুটে খেয়েছেন সাবেক শাসকরা। এমনকি বর্তমানে ক্ষমতায় থাকা অনেকের বিরুদ্ধেও টাকা পাচারের অভিযোগ রয়েছে। অথচ পুরো দেশে নেই একটি রাষ্ট্রীয় এয়ার অ্যাম্বুলেন্স—যা আজ অত্যন্ত প্রয়োজনীয়।”
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 


























