যুক্তরাজ্য | ০৫ ডিসেম্বর ২০২৫ — যুক্তরাজ্যের অন্তত নয়টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের নতুন ভর্তির আবেদন গ্রহণে সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে। এ তালিকায় রয়েছে—ইউনিভার্সিটি অব চেস্টার, ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন ও কভেন্ট্রি ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান।
ব্রিটিশ দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে। যুক্তরাজ্য সরকারের সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি নীতিতে কঠোরতা আরোপের পরই বিশ্ববিদ্যালয়গুলো এমন সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোকে নিশ্চিত করতে হবে যে আবেদনকারীরা প্রকৃতপক্ষে পড়াশোনার উদ্দেশ্যেই যুক্তরাজ্যে যাচ্ছেন এবং শিক্ষার্থী ভিসাকে স্থায়ীভাবে থেকে যাওয়ার উপায় হিসেবে ব্যবহার করছেন না।
যুক্তরাজ্যের হোম অফিসের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতি বিশ্ববিদ্যালয়ের ভিসা প্রত্যাখ্যানের হার ৫ শতাংশের নিচে রাখতে হবে—আগে এই হার ছিল ১০ শতাংশ। একই সঙ্গে ভর্তির অনুমতি পাওয়া শিক্ষার্থী বাস্তবে ভর্তি হয়েছে কি না এবং কোর্স সম্পন্ন করছে কি না—তাও নিশ্চিত করতে হবে। এসব মানদণ্ড পূরণে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থী নেওয়ার লাইসেন্স হারানোর ঝুঁকিতে পড়তে পারে।
কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ক্ষেত্রে ভিসা বাতিলের হার নির্ধারিত সীমার অনেক বেশি। ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত গত এক বছরে বাংলাদেশের ভিসা প্রত্যাখ্যানের হার ২২ শতাংশ, পাকিস্তানের ১৮ শতাংশ।
ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, গত এক বছরে বিশ্বজুড়ে যেসব ২৩ হাজার ৩৬টি শিক্ষার্থী ভিসা আবেদন বাতিল করেছে ইউকে হোম অফিস—তার অর্ধেকই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থী। এই উচ্চ ঝুঁকির কারণে অনেক বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে এ দুই দেশের আবেদন গ্রহণ বন্ধ রেখেছে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 



























