12:14 pm, Sunday, 7 December 2025

কমলগঞ্জে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মৌলভীবাজার | ০৫ ডিসেম্বর ২০২৫ — মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরু মিয়া-কে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে কুমিল্লা শহরের কোতয়ালি থানার আলেকারচর এলাকা থেকে আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান, সঙ্গে ছিলেন পুলিশের একটি টিম।

পুলিশ জানায়, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় দায়ের হওয়া একটি মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭ ধারায় নুরু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লায় তার অবস্থান শনাক্ত করে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুরু মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, তাকে শুক্রবার (৫ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিক্ষকদের দায়িত্বজ্ঞানহীন কর্মবিরতি—ভবিষ্যৎ কেড়ে নেওয়ার অপচেষ্টা

কমলগঞ্জে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Update Time : 02:35:59 pm, Friday, 5 December 2025

মৌলভীবাজার | ০৫ ডিসেম্বর ২০২৫ — মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নুরু মিয়া-কে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে কুমিল্লা শহরের কোতয়ালি থানার আলেকারচর এলাকা থেকে আটক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান, সঙ্গে ছিলেন পুলিশের একটি টিম।

পুলিশ জানায়, ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় দায়ের হওয়া একটি মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭ ধারায় নুরু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লায় তার অবস্থান শনাক্ত করে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নুরু মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, তাকে শুক্রবার (৫ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে।