মৌলভীবাজার | ০৪ ডিসেম্বর ২০২৫ — সিলেটের আগামী ৬ ডিসেম্বরের ঐতিহাসিক জনসভা সফল করতে মৌলভীবাজার জেলা শহরে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আসর শহরের দেওয়ানি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
“আট দলের সমাবেশে যোগ দিন, সফল করুন”, “আজাদি না গোলামী—আজাদি আজাদি”, “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ”—এমন বিভিন্ন স্লোগানে মুখরিত মিছিলটি চৌমুহনা, প্রধান সড়কসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে কুসুমবাগে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
মিছিল-পরবর্তী সমাবেশ
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। এতে বক্তব্য রাখেন—
- ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস,
- খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম,
- বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সহ-সভাপতি মাওলানা আসাদ আল হোসাইন,
- বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জেলা সভাপতি আব্দুল মজিদ।
সমাবেশ পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি ডা. এবাদুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের মাওলানা সৈয়দ সাইফুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মুফতি হাফিজুর রহমান হেলাল ও বিএনপি–ডেভেলপমেন্ট পার্টির জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ।
৬ ডিসেম্বর সিলেট জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি জোরদার
বক্তারা বলেন, সিলেটের জনসভা সফল করতে জেলা-উপজেলা পর্যায়ে ৮ দলের সমন্বিত প্রচারণা চলবে। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে প্রচার মিছিল, প্রচারপত্র বিতরণসহ সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তারা।
নেতৃবন্দ আরও বলেন,
“বিগত সরকারের আমলে দেশের বরেণ্য আলেমদের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে ৮ দলের এই ঐক্যবদ্ধ আন্দোলনে সিলেট সমাবেশে লাখো মানুষের ঢল নামবে ইনশাআল্লাহ।”
মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলার ৮ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 

























