ঢাকা | ০৪ ডিসেম্বর ২০২৫ — বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে। অবতরণের কয়েক ঘণ্টার মধ্যে সেটি লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মত হয়েছে। পরবর্তী প্রক্রিয়া অনুযায়ী কাতার সিভিল এভিয়েশন অথবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-কে লিখিতভাবে জানাবে। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত বেবিচকের কাছে কোনো চিঠি পৌঁছায়নি।
বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের অনুমোদন পেলে অবতরণের অনুমতি দেওয়া হবে। আগাম প্রস্তুতির অংশ হিসেবে বিমানবন্দর পুরো এলাকা সুইপিং করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-ও বিমানবন্দরে অবস্থান নেবে। এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের পর তারা সেটির নিরাপত্তা পরিদর্শন করবেন। এরপর এভারকেয়ার হাসপাতাল থেকে মেডিকেল হেলিকপ্টারে খালেদা জিয়াকে বিমানবন্দরে আনা হবে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে লন্ডন নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
খালেদা জিয়ার সঙ্গে মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাচ্ছেন। এতে রয়েছেন—
- সৈয়দা শামিলা রহমান (খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত কোকোর স্ত্রী)
- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন
- উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী
- ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী
- ডা. শাহাবুদ্দীন তালুকদার
- ডা. নুরুদ্দীন আহমদ
- ডা. জাফর ইকবাল
- ডা. মোহাম্মদ আল মামুন
- হাসান শাহরিয়ার ইকবাল
- সৈয়দ শামীন মাহফুজ
- মো. আব্দুল হাই মল্লিক
- মো. মাসুদার রহমান
- ফাতেমা বেগম
- রূপা শিকদার।
সূত্রের তথ্য অনুযায়ী, এ সফর সম্পূর্ণ নিরাপদ ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 


























