ব্রাহ্মণবাড়িয়া | ০৪ ডিসেম্বর ২০২৫ — “কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”—এই স্লোগানকে সামনে রেখে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়েছে।
গত ২৯ নভেম্বর ২০২৫, শনিবার, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ পৈরতলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এম সারওয়ার আলম পরিচালনা করেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সামসুদ্দোহা।
সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট সৈয়দ মুস্তাফিজুর রহমান নোমানকে সভাপতি এবং পীরজাদা মোঃ সালাহ উদ্দীন আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়। এভাবে গঠিত ৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নতুন কমিটির দায়িত্বশীল সদস্যরা হলেন—
- সিনিয়র সহ-সভাপতি: প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম খাঁন
- সহ-সভাপতি: অধ্যক্ষ এম এম সারওয়ার আলম, মাওলানা মজিবুর রহমান রেজভী
- সহ-সাধারণ সম্পাদক: পীরে তরীকত মাসউদুল হাসান, মোঃ জয়নাল আবেদীন, মোঃ রিপন হায়দারী
- সাংগঠনিক সম্পাদক: পীরজাদা জুনাঈদ চিশতী
- সহ-সাংগঠনিক সম্পাদক: মুফতি আবুল কাশেম
- প্রচার সম্পাদক: মাওলানা আরমান হোসাইন রেজভী
- অর্থ সম্পাদক: দেলোয়ার হোসেন দুলাল
- শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: প্রফেসর শাহাদৎ হোসেন
- আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: এডভোকেট মুহাম্মদ আবু মুসা
- প্রকাশনা সম্পাদক: মাওলানা জাহেদুল ইসলাম
- স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক: ডাঃ মাওলানা আব্দুর রাকিব
- নারী ও শিশু বিষয়ক সম্পাদক: এডভোকেট তৈয়বা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা সামসুদ্দোহা তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসার আউলিয়া কেরামদের মাধ্যমে দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমাদেরও তাদের পথ অনুসরণ করতে হবে। দ্বীন ও মিল্লাতের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সুন্নি জোটবদ্ধ হয়েছি। জোট যেখানে যাকে প্রার্থী দিবে, আমরা সেই প্রার্থীর পক্ষে নির্বাচনে প্রচারণা চালাবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমি নিজে নোয়াখালী আসনে তিনবার নির্বাচনে অংশগ্রহণ করেছি। এবার ইসলামী ফ্রন্টের প্রার্থীর জন্য নিজের চেয়ার মার্কার ব্যবহার না করে পুরোপুরি দলের প্রচারণায় নিয়োজিত থাকব।”
অনুষ্ঠানের পর সকলকে নিয়ে মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয় এবং মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে জেলা কমিটি সদস্যসহ বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
সালেহ আহমদ 

























