রাঙামাটি | ০৪ ডিসেম্বর ২০২৫ — রাঙামাটির দুর্গম পাহাড়ি অঞ্চল কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে নানিয়ারচর জোনের ১৭ ই বেঙ্গল ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেনা জোনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ উদ্যোগ স্থানীয় পাহাড়ি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই নেওয়া হয়েছে।
জানা যায়, ২৫ নভেম্বর থেকে কুড়ামারা এলাকায় পরিচালিত বিশেষ অপারেশনের সময় লে. কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি’র নির্দেশনায় সেনাবাহিনী এ শিক্ষা সহায়তা কার্যক্রমের আয়োজন করে।
কর্মসূচিতে কুড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে খাতা–কলম, ব্যাগসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।
জোন কমান্ডার জানান—দূরবর্তী পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষা থেকে বঞ্চিত না করতে সেনাবাহিনী নিয়মিত মানবিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান—দুর্গম এলাকার শিশুদের শিক্ষাজীবনকে এগিয়ে নিতে এমন সহায়তা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
শহিদুল ইসলাম 



























