মৌলভীবাজার | ০৩ ডিসেম্বর ২০২৫ — মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক বয়স্ক নারীর মৃত্যু হয়েছে। তাঁর পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়ে পুলিশ সুপার কার্যালয় থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৩০ নভেম্বর অজ্ঞাত পরিচয়ের এই নারী মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ২ ডিসেম্বর রাতে মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাঁর সঙ্গে কোনো স্বজন বা পরিচিত কেউ ছিল না।
মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত নারীর আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ যদি তাঁকে চিনে থাকেন, তবে দ্রুত মৌলভীবাজার সদর মডেল থানা বা পুলিশ সুপার কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
পরিচয় শনাক্ত না হওয়ায় নারীর মরদেহ হাসপাতালের হিমঘরে সংরক্ষিত রয়েছে। পুলিশ মরদেহ হস্তান্তরের জন্য স্বজনদের খোঁজ অব্যাহত রেখেছে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 

























