লালমনিরহাট | ০২ ডিসেম্বর ২০২৫ — সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারই অংশ হিসেবে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পরিচালিত পৃথক দুটি অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল সিরাপের বড় চালান জব্দ করা হয়েছে।
মাদক পাচারের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর ১ ডিসেম্বর রাত ৭টা ৩৫ মিনিটে আদিতমারী উপজেলার সুইচগেট এলাকায় বানচোকী বিওপির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। কিছুক্ষণ পর নদীঘেঁষা সীমান্তপথে কয়েকজন পাচারকারীকে প্রবেশ করতে দেখে টহল দল ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ভারতীয় অংশে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে উদ্ধার করা হয় ৭৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ।
এর মাত্র দুই ঘণ্টা পর—রাত ৯টা ১০ মিনিটে—আরেকটি অভিযান চালানো হয় পাশের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ইটোলা এলাকায়। আনন্তপুর বিওপির টহল দল সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টে টহলরত অবস্থায় পাচারকারীদের সন্দেহজনক চলাচল টের পায়। বিজিবির উপস্থিতি বুঝে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে সেখানে পাওয়া যায় ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল সিরাপ।
১৫ বিজিবির অধিনায়ক লেফটানেন্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, দুটি অভিযানে মোট ৮৭ বোতল ভারতীয় মাদক সিরাপ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩৪,৮০০ টাকা।
তিনি বলেন,
“মাদকবিরোধী অভিযানে ১৫ বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। পাচারকারীদের শনাক্তে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।”
বিজিবি অধিনায়ক স্থানীয় জনগণকে মাদকবিরোধী তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান। তিনি আশ্বস্ত করেন—যে কোনো তথ্যদাতার পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে।
বিজিবির এই সাফল্যে লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে মাদক পাচার প্রতিরোধে নতুন আত্মবিশ্বাস তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
কল্লোল আহামেদ 

























