ঢাকা, ০১ ডিসেম্বর — রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন শেখ রেহানা, শেখ হাসিনা ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিক।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।
রায়ের বিবরণ
- শেখ রেহানা – ৭ বছরের সশ্রম কারাদণ্ড
- টিউলিপ রিজওয়ানা সিদ্দিক – ২ বছরের সশ্রম কারাদণ্ড
- শেখ হাসিনাসহ আরও ১৫ আসামি – ৫ বছরের কারাদণ্ড
প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামি
জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা থেকে শুরু করে রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ, সাবেক সদস্য, সহকারী পরিচালক, উপ-পরিচালক এবং সাবেক প্রতিমন্ত্রীসহ মোট ১৭ জনকে দণ্ড দেওয়া হয়।
এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন মোহাম্মদ খুরশীদ আলম।
বাকিরা পলাতক, ফলে আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।
দুদকের মামলা ও বিচারপ্রক্রিয়া
দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন চলতি বছরের ১৩ জানুয়ারি শেখ রেহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই মামলাটি করেন।
তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন গত ১০ মার্চ।
৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
মামলার বিচার চলাকালে মোট ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।
এদিন আদালতে দুদকের পক্ষে ছিলেন প্রসিকিউটর তরিকুল ইসলাম এবং গ্রেপ্তার আসামি খুরশীদ আলমের পক্ষে ছিলেন আইনজীবী শাহীনুর রহমান।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 



























