গুইমারা (খাগড়াছড়ি) — খাগড়াছড়ির গুইমারায় বিএনপিতে যোগদানকারী ১৯ জনকে ‘জামায়াত–শিবিরের কর্মী’ দাবি করে প্রচারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৩ নভেম্বর) দুপুরে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা এসব দাবি অস্বীকার করেন।
উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম বলেন, যোগদানকারীদের সঙ্গে জামায়াত বা ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। কারও অতীতে জামায়াত সংশ্লিষ্টতা ছিল না। বরং অনেকে বিএনপি বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আগে থেকেই যুক্ত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়—
সাম্প্রতিক সময়ে জামায়াত নেতাকর্মীদের হুমকি দিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করার চেষ্টা চলছে, এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
জামায়াত নেতারা দাবি করেন, যোগদানকারীদের বিএনপি ও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ তাদের কাছে রয়েছে। সংবাদ সম্মেলনে কিছু ছবি-প্রমাণও উপস্থাপন করা হয়েছে।
জামায়াতের বক্তব্য,
“এটিকে যদি বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের বিএনপিতে যোগদান বলা হতো—তাহলেই সঠিক হতো।”
তারা ‘মিথ্যাচার’ থেকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি নেতাদের প্রতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—
সেক্রেটারি মো. সাজিদুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
এদিকে শনিবার রাতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে আনুষ্ঠানিকভাবে ১৯ জনকে বরণ করে নেওয়া হয়। বিএনপির দাবি—এরা জামায়াত–শিবিরের নেতাকর্মী।
ওয়াদুদ ভূঁইয়া যোগদানকারীদের ধন্যবাদ জানান।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
নিজস্ব প্রতিবেদক 


























