আন্তর্জাতিক ডেস্ক — ভারতের কৌশলগত অঞ্চল শিলিগুড়ি করিডর বা ‘চিকেন’স নেক’-এর নিরাপত্তা জোরদার করতে শনিবার (২২ নভেম্বর) উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শিলিগুড়ি কার্যালয়ে আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, বিমানবাহিনী, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, মিলিটারি পুলিশ, আর্মি ইন্টেলিজেন্স, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, রেল পুলিশ ও আরপিএফসহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।
বৈঠকে সীমান্ত এলাকা এবং করিডরের গুরুত্বপূর্ণ সড়ক, রেলসেতু, রেলস্টেশন ও ঝুঁকিপূর্ণ স্থাপনার নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকায় টহল ও নজরদারি বাড়ানো এবং বাইরে থেকে আগত ব্যক্তিদের তথ্যসংগ্রহে গুরুত্বারোপ করা হয়েছে।
এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রতিটি সংস্থা করিডরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানোর বিষয়টি সমর্থন করেছে।”
ভারতের লালকেল্লার কাছে সাম্প্রতিক গাড়ি বিস্ফোরণ এবং বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসায় সীমান্তবর্তী এলাকায় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা বৈঠকে গুরুত্ব পেয়েছে। বাগডোগরা বিমানবন্দর, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারসহ গুরুত্বপূর্ণ রেলস্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
নিজস্ব প্রতিবেদক 


























