নিউজ ডেষ্ক | ঢাকা — আইআইডিএফসি (IIDFC) গভীর শোক প্রকাশ করেছে তাদের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মো. মতিউল ইসলাম, FCA-এর মৃত্যুতে। ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন।
ব্যাংকিং ও আর্থিক খাতের প্রবীণ ব্যক্তি হিসেবে খ্যাত জনাব ইসলাম বাংলাদেশের আর্থিক ক্ষেত্রকে নতুন দিশা দেখিয়েছেন। ১৯৫২ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে কর্মজীবন শুরু করে ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দেশের ব্যাংকজাতীয়করণ এবং আর্থিক খাত পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি AB Bank Ltd., International Leasing and Financial Services Ltd., National Housing Finance & Investment Ltd., IIDFC PLC প্রতিষ্ঠা করেন এবং CRAB গঠনে সহায়তা করেন। এছাড়া তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব, ওয়ার্ল্ড ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক এবং UNIDO-এর ভিয়েনা ও ভারত শাখায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
আইআইডিএফসি’র পক্ষ থেকে বলা হয়েছে, জনাব ইসলামের সততা, নেতৃত্ব ও দেশনির্মাণের মনোভাব প্রতিষ্ঠান এবং দেশের ব্যাংকিং খাতের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে থাকবে। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে তিনি DHL–The Daily Star লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেন।
আইআইডিএফসি প্রকাশ করেছে, তার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি ব্যাংকিং খাতের ইতিহাসে অমলিন স্মৃতিতে রয়ে যাবে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
সালেহ আহমদ (স'লিপক) 



























