স্টাফ রিপোর্টার | মৌলভীবাজার — আসন্ন ৩য় জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় শহরের চৌমুহনা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে সদর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদনীঘাটে গিয়ে শেষ হয়।
চাঁদনীঘাট ইউনিয়ন অফিসের সামনে সংক্ষিপ্ত পথসভায় সভাপতিত্ব করেন ইউসুফ আলী।
বক্তব্য দেন—
জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহেল মিয়া, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মিজানুর রহমান, হোটেল শ্রমিক নেতা শাহিন মিয়া ও জামাল মিয়া প্রমুখ।
“বেঁচে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে”—সভায় বক্তারা
পথসভায় বক্তারা বলেন,
নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, বাজারদরের সাথে আয়ের অসামঞ্জস্যতা, শিল্প-কারখানা বন্ধ, ক্রমবর্ধমান বেকারত্ব ও মূল্যস্ফীতির কারণে জনজীবন আজ চরম সংকটে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে খরচ বেড়েছে, কিন্তু শ্রমিক-কৃষক-জনতার আয় বাড়েনি।
তারা অভিযোগ করেন,
আত্মকর্মসংস্থানের জন্য ঋণ নিয়ে শ্রমিকরা ব্যাটারি চালিত রিকশা–ভ্যান–ইজিবাইক কিনলেও বিভিন্ন অজুহাতে এগুলো উচ্ছেদে প্রশাসন তৎপর। অথচ এসব যানবাহনের বিক্রি বন্ধে প্রশাসন কখনো উদ্যোগ নেয়নি। এটি চরম অমানবিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেন বক্তারা।
“ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ হতে হবে”
বক্তারা বলেন,
সাম্প্রতিক সময়ে রিকশা শ্রমিকদের ঐক্য ভাঙতে নানা মহল সক্রিয় হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও ক্ষমতাসীন সুবিধাবাদী গোষ্ঠী শ্রমিকদের ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করলেও সংকটকালে শ্রমিকদের পাশে থাকে না।
তাই ষড়যন্ত্র ও বিভক্তির চেষ্টা রুখে রিকশা শ্রমিকদের প্রকৃত সংগঠনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে।
মিছিল থেকে উত্থাপিত দাবিসমূহ
সভা থেকে নিম্নোক্ত দাবি জানানো হয়—
- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো
- সর্বস্তরে রেশনিং চালু
- বর্তমান বাজারদরের সাথে সঙ্গতিপূর্ণ রিকশা ভাড়া পুনঃনির্ধারণ
- ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ বন্ধ
- স্থায়ী রিকশা স্ট্যান্ড নির্মাণ
- রিকশার জন্য পৃথক লেন নিশ্চিত
সভায় বক্তারা আগামী ২৯ নভেম্বর শনিবার মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের ৩য় জেলা সম্মেলন সফল করার আহ্বান জানান।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
মোঃ জসিমউদ্দিন 


























