12:32 pm, Sunday, 23 November 2025

বরিশাল-১ আসনে বিএনপি থেকে জহির উদ্দিন স্বপনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল)  — আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের নাম ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার প্রধান সড়কে থানা চত্বরে হিন্দু সম্প্রদায়ের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী–পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন—
ঘোষিত প্রার্থী জহির উদ্দিন স্বপন ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে বিএনপি চেয়ারপারসনের পরিবারকে নিয়ে কটূক্তি করেছিলেন। তিনি এমপি থাকাকালে এ আসনে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও বেড়েছিল বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, ওই সময়ে অসংখ্য সংখ্যালঘু পরিবার নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে রামশীলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তাই তাকে পুনরায় প্রার্থী করায় সংখ্যালঘুদের মধ্যে শঙ্কা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সমাবেশে বক্তারা দলীয় নির্বাহী কমিটির সদস্য, “ক্লিন ইমেজের নেতা” হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

তাদের অভিযোগ, ঘোষিত প্রার্থী বিগত সরকারের সময় রাজপথের কর্মসূচিতে ছিলেন না, বরং
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান একাধিকবার হামলার শিকার হয়েছেন, বহু মামলা মোকাবিলা করেছেন, কারাবরণ করেছেন এবং দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন হিন্দু সম্প্রদায়ের নেতা নবীন সরকার।

বক্তব্য রাখেন—
রবীন্দ্রনাথ গাইন, দীলিপ ঘটক, বিধান সরকার, হরিপদ বাড়ৈ, হাসি মধু, শিখা রাণী, প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন—
আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ এবং সুশীল সমাজের প্রতিনিধি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

বরিশাল-১ আসনে বিএনপি থেকে জহির উদ্দিন স্বপনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

Update Time : 09:28:52 pm, Saturday, 22 November 2025

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল)  — আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের নাম ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার প্রধান সড়কে থানা চত্বরে হিন্দু সম্প্রদায়ের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী–পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন—
ঘোষিত প্রার্থী জহির উদ্দিন স্বপন ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে বিএনপি চেয়ারপারসনের পরিবারকে নিয়ে কটূক্তি করেছিলেন। তিনি এমপি থাকাকালে এ আসনে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাও বেড়েছিল বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, ওই সময়ে অসংখ্য সংখ্যালঘু পরিবার নিরাপত্তার অভাবে এলাকা ছেড়ে রামশীলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তাই তাকে পুনরায় প্রার্থী করায় সংখ্যালঘুদের মধ্যে শঙ্কা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সমাবেশে বক্তারা দলীয় নির্বাহী কমিটির সদস্য, “ক্লিন ইমেজের নেতা” হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

তাদের অভিযোগ, ঘোষিত প্রার্থী বিগত সরকারের সময় রাজপথের কর্মসূচিতে ছিলেন না, বরং
ইঞ্জিনিয়ার আবদুস সোবহান একাধিকবার হামলার শিকার হয়েছেন, বহু মামলা মোকাবিলা করেছেন, কারাবরণ করেছেন এবং দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন হিন্দু সম্প্রদায়ের নেতা নবীন সরকার।

বক্তব্য রাখেন—
রবীন্দ্রনাথ গাইন, দীলিপ ঘটক, বিধান সরকার, হরিপদ বাড়ৈ, হাসি মধু, শিখা রাণী, প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন—
আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী–পেশার মানুষ এবং সুশীল সমাজের প্রতিনিধি।