12:32 pm, Sunday, 23 November 2025
ব্রিটেনের ওল্ডহামে গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ওয়েস্ট রিজিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রবাসীদের দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ – ওসমানী বিমানবন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর জোর দাবি

ওল্ডহাম, যুক্তরাজ্য — গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিয়নের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান এবং ডিনার পার্টি বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৯ নভেম্বর রাত ৭টায় ওল্ডহামের দ্য গ্র্যান্ড ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

রিজিয়নাল চেয়ারম্যান নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন। শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কনভেনর এবং কমিউনিটি লিডার, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর।

প্রধান অতিথি

ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার হিজ এক্সেলেন্সি মোহাম্মদ জুবায়েদ হোসেন

বিশেষ অতিথি

• কে এম আবু তাহের চৌধুরী (পেট্রন, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব)
• বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর
• কেন্দ্রীয় কো–কনভেনর মাসুদ আহমদ
• কাউন্সিলার আশরাফ মিয়া
• কাউন্সিলার আব্দুল জব্বার OBE
• ওয়ারিংটন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোয়াজ্জেম হোসেন
• টেমস সাইড সিভিক মেয়র কাউন্সিলার শিবলী আলম
• ডেপুটি লর্ড লেফটেন্যান্ট আলী আকবর OBE
• সাবেক লর্ড মেয়র, কাউন্সিলার ফুলজার হোসেন
সহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ

পবিত্র কোরআন তিলাওয়াত করেন বদরুল ইসলাম রফু।

পরবর্তীতে বিভিন্ন বক্তা কমিউনিটির সামনে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানে সংগঠনের বার্ষিক ম্যাগাজিনের উদ্বোধন এবং ক্রীড়া ও ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এমএ ফাইটার রচডেল।

প্রধান অতিথির বক্তব্য

সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন কমিউনিটির কার্যক্রমের প্রশংসা করে বলেন—
প্রবাসীদের দাবি ও সমস্যার বিষয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধিদলকে হাইকমিশনে আমন্ত্রণ জানানো হবে।

বিশেষ অতিথির দাবিগুলো

কমিউনিটি লিডাররা দাবী জানান—

  • সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি ফ্লাইট চালু
  • ঢাকা–সিলেট ননস্টপ ট্রেন চালু
  • রেললাইন ডুয়েল গেজে উন্নীতকরণ
  • ঢাকা–সিলেট মহাসড়ক দ্রুত সমাপ্তি
  • এয়ারপোর্টে হয়রানি বন্ধ
  • নো–ভিসা ফি বাতিল
  • বিমানের ভাড়া কমানো

সভায় লিখিত প্রস্তাব গৃহীত হয় যে—
দাবি পূরণ না হলে সিলেটবাসী রেমিট্যান্স বন্ধ এবং বিমান বয়কটের কর্মসূচিতে যেতে পারে।

সভাপতির সমাপনী বক্তব্যে নাজমুল ইসলাম বলেন—
“গ্রেটার সিলেটবাসীর ঐক্য, সংস্কৃতি ও ন্যায্য অধিকার রক্ষাই এই সংগঠনের মূল লক্ষ্য।”

সমগ্র অনুষ্ঠানটি ছিলো উৎসবমুখর, সুশৃঙ্খল ও সৌহার্দ্যমণ্ডিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

ব্রিটেনের ওল্ডহামে গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ওয়েস্ট রিজিয়নের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রবাসীদের দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ – ওসমানী বিমানবন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর জোর দাবি

Update Time : 09:21:27 pm, Saturday, 22 November 2025

ওল্ডহাম, যুক্তরাজ্য — গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ ওয়েস্ট রিজিয়নের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান এবং ডিনার পার্টি বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৯ নভেম্বর রাত ৭টায় ওল্ডহামের দ্য গ্র্যান্ড ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

রিজিয়নাল চেয়ারম্যান নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফার পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন। শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় কনভেনর এবং কমিউনিটি লিডার, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর।

প্রধান অতিথি

ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার হিজ এক্সেলেন্সি মোহাম্মদ জুবায়েদ হোসেন

বিশেষ অতিথি

• কে এম আবু তাহের চৌধুরী (পেট্রন, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব)
• বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর
• কেন্দ্রীয় কো–কনভেনর মাসুদ আহমদ
• কাউন্সিলার আশরাফ মিয়া
• কাউন্সিলার আব্দুল জব্বার OBE
• ওয়ারিংটন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোয়াজ্জেম হোসেন
• টেমস সাইড সিভিক মেয়র কাউন্সিলার শিবলী আলম
• ডেপুটি লর্ড লেফটেন্যান্ট আলী আকবর OBE
• সাবেক লর্ড মেয়র, কাউন্সিলার ফুলজার হোসেন
সহ কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ

পবিত্র কোরআন তিলাওয়াত করেন বদরুল ইসলাম রফু।

পরবর্তীতে বিভিন্ন বক্তা কমিউনিটির সামনে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানে সংগঠনের বার্ষিক ম্যাগাজিনের উদ্বোধন এবং ক্রীড়া ও ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় এমএ ফাইটার রচডেল।

প্রধান অতিথির বক্তব্য

সহকারী হাইকমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন কমিউনিটির কার্যক্রমের প্রশংসা করে বলেন—
প্রবাসীদের দাবি ও সমস্যার বিষয়ে আলোচনার জন্য একটি প্রতিনিধিদলকে হাইকমিশনে আমন্ত্রণ জানানো হবে।

বিশেষ অতিথির দাবিগুলো

কমিউনিটি লিডাররা দাবী জানান—

  • সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি ফ্লাইট চালু
  • ঢাকা–সিলেট ননস্টপ ট্রেন চালু
  • রেললাইন ডুয়েল গেজে উন্নীতকরণ
  • ঢাকা–সিলেট মহাসড়ক দ্রুত সমাপ্তি
  • এয়ারপোর্টে হয়রানি বন্ধ
  • নো–ভিসা ফি বাতিল
  • বিমানের ভাড়া কমানো

সভায় লিখিত প্রস্তাব গৃহীত হয় যে—
দাবি পূরণ না হলে সিলেটবাসী রেমিট্যান্স বন্ধ এবং বিমান বয়কটের কর্মসূচিতে যেতে পারে।

সভাপতির সমাপনী বক্তব্যে নাজমুল ইসলাম বলেন—
“গ্রেটার সিলেটবাসীর ঐক্য, সংস্কৃতি ও ন্যায্য অধিকার রক্ষাই এই সংগঠনের মূল লক্ষ্য।”

সমগ্র অনুষ্ঠানটি ছিলো উৎসবমুখর, সুশৃঙ্খল ও সৌহার্দ্যমণ্ডিত।