মৌলভীবাজার — বাংলাদেশ জামায়াতে ইসলামী–র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মোঃ ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচনে দলের প্রার্থী ও প্রতীকের পক্ষে রুকনদেরকে ঘন ঘন ভোটারদের দুয়ারে যেতে হবে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
জেলা জামায়াতের আমীর এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলী।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
মৌলভীবাজার-১ আসনে দলের মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ আলাউদ্দিন, আজিজ আহমদ কিবরিয়া ও মাওলানা হারুনুর রশিদ তালুকদার প্রমুখ।
সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস প্রদান করেন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক। এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন জেলা সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পী মোঃ ছায়েদ আলী।
আয়োজকদের দাবি, অনুষ্ঠানে পুরুষ ও নারী মিলিয়ে প্রায় ছয়শ’ রুকন–ডেলিগেট অংশগ্রহণ করেন।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
Reporter Name 























