মৌলভীবাজার | ২২ নভেম্বর ২০২৫ — মৌলভীবাজারের রাজনগরে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ। গ্রেফতারদের কাছ থেকে একটি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুরের তুহিন আহমেদ (২৪), রাজনগর উপজেলার আদমপুর (মিঠিপুর) এলাকার সালমান আহমদ (২৪) এবং কমলগঞ্জ উপজেলার পূর্ব কালেঙ্গার মিজানুর রহমান (৩০)।
পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সকালে চান্দভাগ চা বাগানের মুদি ব্যবসায়ী মো. ইমরান তার পিতাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। পথে নন্দীউড়া এলাকায় নেভি–ব্লু রঙের একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে নামা কয়েকজন মিলে জিআই পাইপ দিয়ে পিটিয়ে তার পক্ষে থাকা সাড়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর রাজনগর থানায় মামলা দায়ের হলে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের তত্ত্বাবধানে ওসি, তদন্ত কর্মকর্তা এবং র্যাব–৯ এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
২১ নভেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার নূরজাহান হাসপাতালের সামনে থেকে তুহিনকে প্রথমে গ্রেফতার করা হয়। পরে তার তথ্য অনুযায়ী রাতে ঢাকাবাস স্ট্যান্ড এলাকা থেকে সালমানকে গ্রেফতার এবং তার ব্যবহৃত কালো ‘জিক্সার’ মোটরসাইকেল জব্দ করা হয়।
পরদিন শনিবার ভোরে হিলালপুর এলাকা থেকে চালক মিজানকে গ্রেফতারের পর শ্রীবাউর গ্রামের রনি দেবনাথের বাড়ি থেকে ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
ওসি রাজনগর থানা জানান, প্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অল্প সময়েই মূল তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাই চক্রের বাকি সদস্য এবং লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
Reporter Name 



























