ঢাকা | ২১ নভেম্বর ২০২৫ — রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে আজ শুক্রবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় এই আনুষ্ঠানিকতার বাইরে দুই শীর্ষ নেতার এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানস্থলে দেখা হওয়ার পর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তাঁর সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার বিষয়ে জানতে চান এবং সুস্থতা কামনা করেন।
সাক্ষাৎকালে খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক পরিবেশে সীমিত পরিসরে হলেও দুই নেতার এই সৌজন্য বিনিময়কে পর্যবেক্ষকরা ইতিবাচক রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 























