নিউজ ডেস্ক | ২০ নভেম্বর ২০২৫ — আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যেই গণভোট আইন পাস করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ড. আসিফ নজরুল বলেন,
“গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, ধরে নিন আগামী তিন–চার কার্যদিবসের মধ্যেই হয়ে যাবে।”
“তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক ঐতিহাসিক রায়”
এদিন তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সাম্প্রতিক রায়কে বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেন।
তিনি বলেন,
“দীর্ঘদিনের সংগ্রামে পাওয়া তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল। এই ব্যবস্থায় বেশ কয়েকটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে, যেখানে ক্ষমতাসীন দল পরাজিত হওয়াটা খুব স্বাভাবিক ছিল।”
পরে সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে প্রদত্ত রায়কে “অত্যন্ত প্রশ্নবিদ্ধ” উল্লেখ করে তিনি বলেন,
“সেই রায়কে ভিত্তি করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়। কিন্তু সাম্প্রতিক রায়ে খায়রুল হকের দেওয়া সেই বিতর্কিত রায় বাতিল হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত হয়েছে।”
“পরবর্তী সংসদ গঠনের পরই কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার”
তত্ত্বাবধায়ক সরকার কবে থেকে কার্যকর হবে—এ বিষয়ে তিনি বলেন,
“এটি কার্যকর হবে আগামী সংসদ নির্বাচনের পরে। কারণ তত্ত্বাবধায়ক সরকার গঠনের শর্ত হলো—সংসদ ভেঙে যাওয়ার পর ১৫ দিনের মধ্যে সরকার গঠিত হবে। বর্তমানে সংসদ নেই, তাই নতুন সংসদ গঠিত হওয়ার পর সেটি ভেঙে গেলে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে।”
আইন উপদেষ্টা বলেন, উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, ভবিষ্যতের নির্বাচন যেন গ্রহণযোগ্য ও অবাধ–সুষ্ঠু হয়, সেজন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার রায় জনগণের প্রত্যাশাকে পূরণ করেছে।
সরকার গণভোট আইনপ্রণয়নকেও একইভাবে দ্রুততার সঙ্গে সম্পন্ন করবে বলে তিনি আশ্বস্ত করেন।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
এস এম মেহেদী হাসান 




























