অপূর্ব লাল সরকার | আগৈলঝাড়া (বরিশাল) | ২০ নভেম্বর ২০২৫ — বরিশালের আগৈলঝাড়ায় অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় এক গৃহবধূসহ ধরা পড়েন ধান ব্যবসায়ী সুশীল হালদার। পরে সাংবাদিক ও পুলিশের কথা বলে ওই ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা দাবির মধ্যে ৩০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাকাল ইউনিয়নের ১নং ব্রিজ সংলগ্ন বাবু নামের এক ব্যক্তির ঘরে বৃহস্পতিবার রাতে ৫০০ টাকার বিনিময়ে গৌরনদীর ধানডোবা এলাকা থেকে এক গৃহবধূকে নিয়ে আসেন বাকাল গ্রামের মৃত নিরাঞ্জন হালদারের ছেলে ধান ব্যবসায়ী সুশীল হালদার (৪৫)। সকালে স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘরটি ঘিরে ফেলে এবং সুশীল ও গৃহবধূকে আটক করেন।
আটকের পর ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বিএনপি নেতা তারেক ফকির, বেলাল ফকিরসহ ১০–১৫ জন। তারা সুশীলকে নিজেদের হেফাজতে নিয়ে যান এবং পরে নগরবাড়ি গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে আশরাফুল আলম আলী সরদারের জিম্মায় দেন। অভিযোগ রয়েছে—সুশীলকে মুক্ত করতে এক লাখ টাকা দাবি করা হয় এবং আলোচনার পর ৩০ হাজার টাকায় বিষয়টি ‘মীমাংসা’ করা হয়।
ব্যবসায়ী হেমায়েত ফকির বলেন, “বৃহস্পতিবার দুপুরে তারেক ফকির, বেলাল ফকির ও আলী সরদার আমাকে ডেকে বলেন—সুশীল এক লাখের জায়গায় ৩০ হাজার দিয়েছে। সবাইকে ভাগ দিয়ে ২ হাজার টাকা মিডিয়া কর্মীদের জন্য রাখা হয়েছে।”
ঘটনার পর সুশীল হালদার পলাতক রয়েছেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, “বিষয়টি আমিও শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে এবং স্থানীয়রা প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
অপূর্ব লাল সরকার 



























