পটুয়াখালী | ২০ নভেম্বর ২০২৫ — পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফিশারিজ অনুষদের ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে “Development of Noninvasive and Eco-friendly Technology for Seafood Quality and Safety: Fluorescence Fingerprint Coupled Chemometrics” শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিশারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো: মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো: আব্দুল লতিফ, ফিশারিজ অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: লোকমান আলী, এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রকল্পের সিনিয়র ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো: মনসুরুজ্জামান খান।
গবেষণা সম্প্রসারণের আহ্বান
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,
“বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পকে আরও সম্প্রসারণ করতে হবে। প্রশাসন সবসময় গবেষণা সুবিধা বৃদ্ধিতে অগ্রাধিকার দিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। শিক্ষকরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণার দিকে মনোযোগী হোন—এটাই আমাদের প্রত্যাশা।”
মূল প্রবন্ধ উপস্থাপন
ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিট প্রজেক্টের পবিপ্রবি উপ-প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো: মিজানুর রহমান। তিনি আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে সমুদ্রজাত পণ্যের গুণমান ও নিরাপত্তা যাচাই করার নতুন পদ্ধতির ধারণা তুলে ধরেন।
উচ্চ পর্যায়ের অংশগ্রহণ
ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও চাষীসহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। তারা আধুনিক গবেষণা ও প্রযুক্তি ব্যবহার করে সামুদ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উপায় নিয়ে মতবিনিময় করেন।
উক্ত ওয়ার্কশপ শিক্ষকদের গবেষণার মান উন্নয়ন, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের বাস্তব অভিজ্ঞতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
জাকির হোসেন হাওলাদার 



























