রাঙামাটি | ২০ নভেম্বর ২০২৫ — রাঙামাটিতে পার্বত্য জেলা পরিষদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের অভিযোগে ডাকা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল শুক্রবার রাত পর্যন্ত চলবে।
কোটাবিরোধী ঐক্যজোটের ডাকা হরতালের সমর্থনে সকাল থেকেই রিজার্ভ বাজার, তবলছড়ি, বনরূপা ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পিকেটিং শুরু করেছেন আন্দোলনকারীরা। তারা সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, ফলে সাধারণ মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন।
হরতালের কারণে শহরের একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিকশা বন্ধ রয়েছে। শপিংমল, বিপণীবিতান ও অধিকাংশ দোকানপাটও বন্ধ। রাঙামাটি থেকে কোনো দূরপাল্লার বাস ছাড়েনি এবং জেলার ৬টি উপজেলার সঙ্গে নৌযান চলাচলও বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোটাবিরোধী ঐক্যজোটের মুখপাত্র ইমাম হোসেন ইমু বলেন, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটা অনুসারে নিয়োগ দেওয়ার নিয়ম থাকলেও পার্বত্য জেলা পরিষদ তা উপেক্ষা করছে। তারা ৭০ শতাংশ পাহাড়ি ও ৩০ শতাংশ বাঙালি কোটা বজায় রাখতে চাইছে, যা “চরম বৈষম্যমূলক” বলে উল্লেখ করেছেন। এ অভিযোগের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে এবং স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।
পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত শিক্ষা বিভাগের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
Reporter Name 




























