মৌলভীবাজার | ১৯ নভেম্বর ২০২৫ — শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতৃত্ব দখলের অংশ হিসেবে নিজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সাধারণ সদস্যপদ বাতিল করা হয়েছে—এমন অভিযোগ করেছেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।
১৮ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এটি সম্পূর্ণ একতরফা, মিথ্যা, বানোয়াট ও পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র।
ইদ্রিস আলীর অভিযোগ, তাকে সাধারণ সদস্যপদ থেকে বাদ দিয়ে একতরফাভাবে নির্বাচন পরিচালনার মাধ্যমে প্রেসক্লাবের নেতৃত্ব দখলের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, “যাদের খায়েশ পূরণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারা প্রেসক্লাবের নেতৃত্ব কুক্ষিগত করতে চাইছে। ইনশাআল্লাহ তাদের পরিকল্পনা সফল হবে না।”
তিনি দাবি করেন, এ ঘটনার মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করারও অপচেষ্টা চলছে।
ইদ্রিস আলী বলেন, “যারা এসব ষড়যন্ত্রে যুক্ত, তাদের বিরুদ্ধে আইনগতভাবে সবকিছুর মোকাবিলা করব।”
নির্বাচন স্থগিত নিয়ে মন্তব্য
তিনি আরও বলেন, আগের নির্বাচনে তার জয়ের সম্ভাবনা প্রবল থাকায় তথ্য গোপন রেখে উচ্চ আদালতে নির্বাচন স্থগিতের আবেদন করা হয়েছিল, যা এখনো বিচারাধীন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার
ইদ্রিস আলী অভিযোগ করে বলেন, তার ছবি ও নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে। এসব আইডি চিহ্নিত করে তিনি সাইবার সুরক্ষা আইনের আশ্রয় নেবেন বলে জানান।
বিজ্ঞপ্তিদাতা: এম ইদ্রিস আলী, সাবেক সাধারণ সম্পাদক, শ্রীমঙ্গল প্রেসক্লাব, ১৮ নভেম্বর ২০২৫
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
Reporter Name 























