হাকিকুল ইসলাম খোকন | যুক্তরাষ্ট্র | ১৭ নভেম্বর ২০২৫ — বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও কলামিস্ট খুরশিদ আনোয়ার বাবলু ও নাসিমা আনোয়ার বাবলুর একমাত্র সন্তান, পাইলট ও প্রকৌশলী নুসরাত গাজী জয় এবং যুক্তরাষ্ট্রের স্টেফেন ব্লেকলে করবেট ও রবিন লেন্ডেন ব্লেকলের তনয়া চেলসি ব্লেকলের বিবাহোত্তর সংবর্ধনা নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় করোনা, নিউইয়র্কের ঐতিহাসিক ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা ভেনকোয়েট হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
জানা গেছে, জয় বর্তমানে সিয়াটলে আমেরিকান পাইলট হিসেবে কর্মরত এবং চেলসি ব্লেকলে সিয়াটলের একটি স্কুলে শিক্ষকতা করেন। দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিক্রমে তাদের বিবাহ সম্পন্ন হয়।
বর্ণাঢ্য উপস্থিতি
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক অঙ্গনের প্রায় দুই শতাধিক অতিথি অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন—
- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান
- বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট প্রদীপ রঞ্জন কর
- সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন
- প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী
- আওয়ামী লীগ নেত্রী শাহানারা রহমান
- মুক্তিযোদ্ধা আবদুর রউফ, গোলাম মোস্তফা খান মেরাজ, মকবুল হোসেন তালুকদার, শওকত আকবর রিচি, ফারুক হোসাইন
- সংগীতশিল্পী তাজুল ইমাম
- ডা. মাসুদুল হাসান ও মিসেস হাসান
- অভিনেত্রী ও এক্টিভিস্ট লুৎফুন নাহার লতা
- সংগীতশিল্পী পারভীন রহমান
- সাংস্কৃতিক সংগঠক জলি কর
- টকশো অ্যাঙ্কর ড. সেলিনা আফরীন রিতা
- আইবিএননিউজ২৪.কম সম্পাদক আয়েশা আক্তার রুবি
এ ছাড়া নবদম্পতির আত্মীয়স্বজন এবং প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক আয়োজন ও নৈশভোজ
অনুষ্ঠানে ডিজে পার্টি ও মনোমুগ্ধকর সাংগীতিক পরিবেশনা ছিল। পরে উপস্থিত অতিথিদের জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়।
আনন্দঘন পরিবেশে শেষ হয় নিউইয়র্কে জয় ও চেলসির বিবাহোত্তর সংবর্ধনা।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
Reporter Name 


























