টাঙ্গাইল | ১৭ নভেম্বর ২০২৫ — আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সব রাজনৈতিক দলে জায়গা দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
সোমবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
“আওয়ামী লীগ প্রত্যাখ্যাত, কিন্তু সাধারণ কর্মীদের সমর্থন আছে”
নুরুল হক নুর বলেন,
“গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু দেশের সর্বত্র দলটির সাধারণ সমর্থক রয়েছে। সবাই ফ্যাসিবাদী ব্যবস্থার পক্ষে ছিল না। অনেকেই শুধু পরিস্থিতির কারণে দল করেছিল, কিন্তু মানুষের ওপর কোনো জুলুম করেনি।”
তিনি বিএনপি, জামায়াত, এনসিপি ও অন্যান্য দলকে আহ্বান জানিয়ে বলেন,
“আওয়ামী লীগের সাধারণ কর্মীরা যদি রাজনীতি করতে চান, আমরা তাঁদের সব দলে জায়গা করে দেব।”
“ভাসানীকে কেবল অনুষ্ঠানে সীমাবদ্ধ রাখা নয়”
নুর বলেন, মওলানা ভাসানী ছিলেন আওয়ামী লীগ গঠনের অন্যতম উদ্যোক্তা।
“শুধু স্মরণসভা করলেই চলবে না, তাঁর রাজনৈতিক আদর্শ বাস্তবায়ন করতে হবে।”
ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তির আশঙ্কা
আগামী জাতীয় নির্বাচন নিয়ে নুর বলেন,
“প্রশাসন ও রাজনৈতিক দল একসঙ্গে কাজ না করলে নির্বাচন হবে না। আর নির্বাচন না হলে দেশে আবারও ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি তৈরি হবে। আমরা এটা হতে দেব না।”
তিনি জানান, সব রাজনৈতিক দল ইতোমধ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচার–সংযোগ শুরু করেছে। নুরের মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের আলাপ–আলোচনার মাধ্যমে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা জরুরি।
নেতাকর্মীদের উপস্থিতি
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা।
সম্পাদনায় | এস এম মেহেদী হাসান | E-mail: rupantorsongbad@gmail.com
Reporter Name 
























