জেসমিন মনসুর: বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার বৈশ্বিক ক্যাম্পেইনকে আরও জোরদার করার প্রতিশ্রুতি নিয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হলো “অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা অ্যাজ অ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অব দ্য ইউনাইটেড নেশনস”-এর কনফারেন্স ও স্মারক গ্রন্থ প্রকাশনা উৎসব।
২০২৫ সালের ৯ নভেম্বর (রোববার) স্থানীয় সময় দুপুর ১টায় যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাঙালি অধ্যুষিত নগরী বার্মিংহামের মাল্টিপারপাস সেন্টারে সংগঠনের বিভিন্ন রিজিয়ন থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে এই সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
স্মারক গ্রন্থ ‘জাতিসংঘে বাংলা’ উন্মোচন
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সকল কার্যক্রমের দলিলসম্বলিত দ্বিতীয় স্মারক গ্রন্থ “জাতিসংঘে বাংলা”-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।
কেন্দ্রীয় সভাপতি তফাজ্জল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভা ও বুক লঞ্চিং সেশন ছিল দিনের প্রধান আকর্ষণ।
বাংলাকে UN–এর দাপ্তরিক ভাষায় অন্তর্ভুক্তির সমর্থন জানালেন ব্রিটিশ এমপি
অনুষ্ঠানের প্রধান অতিথি, ব্রিটিশ এমপি ব্যারিস্টার আইয়ুব খান, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার প্রচারণায় তাঁর সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন:
“বাংলা একটি সমৃদ্ধ ভাষা। বিশ্বে প্রায় ৩৩ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তাই জাতিসংঘে বাংলার পূর্ণ দাপ্তরিক স্বীকৃতি পাওয়া যুক্তিযুক্ত এবং সময়ের দাবি।”
তিনি সংগঠনটির উদ্যোগ ও কমিউনিটির বহুত্ববাদ (“ডাইভারসিটি”) উন্নয়নে কাজের প্রশংসা করেন।
নেতৃবৃন্দের অঙ্গীকার: প্রচারণা অব্যাহত থাকবে
বাংলাকে জাতিসংঘের পূর্ণ দাপ্তরিক ভাষায় স্বীকৃতি দেওয়ার আন্দোলন আরও শক্তিশালী করতে বক্তব্য রাখেন—
- সংগঠনের সহ-সভাপতি কে কে এম আবু তাহের চৌধুরী
- সুইনডন কমিটির সভাপতি আরজু মিয়া এমবিই
- কেন্দ্রীয় কার্যকরী সদস্য আব্দুল লতিফ জেপি
- সাউথ ওয়েলস রিজিয়নাল সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর
- প্রচার সম্পাদক শেখ মফিজুর রহমান
- অর্থ সম্পাদক আবু তাহের এমবিই
- বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ
- কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল হাছান চুনু, আব্দুল কাদির আবুল, ফিরোজ খান
- পোর্টসমাউথ সভাপতি মাসুদ আহমদ
- সাবেক কাউন্সিলার শাহীদ আলী
- লন্ডন মহানগর সভাপতি নাজমুল হোসেন চৌধুরী
- কমিউনিটি নেতা ড. আব্দুল খালিক
- ম্যানচেস্টার কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর গোলাম মোস্তফা
- পোর্টসমাউথ সাধারণ সম্পাদক আবু সোয়েব তানজাম
- বাংলা কাগজ চেয়ারম্যান আজাদ আবুল কালাম
- সহসম্পাদক শেবুল চৌধুরী, লেখক নাসির উদ্দীন হেলাল
- কমিউনিটি নেতা মাফিজ খান, আঙ্গুর মিয়া, রাসিয়া খাতুন, মিসেস রশিদ প্রমুখ।
পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা ওলিউর রহমান চৌধুরী দুবাগী।
আন্দোলনের ইতিহাস ও ভবিষ্যৎ লক্ষ্য
সভাপতি তফাজ্জল হোসেন চৌধুরী তাঁর বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম তজাম্মেল টনি হক এমবিই-সহ প্রয়াত নেতৃবৃন্দকে “একবিংশ শতাব্দীর ভাষাসৈনিক” হিসেবে উল্লেখ করে শ্রদ্ধা জানান।
তিনি বলেন,
“২০২২ সালের ৬ জুন বাংলাকে জাতিসংঘে আংশিক স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে পূর্ণ দাপ্তরিক স্বীকৃতি আদায় না হওয়া পর্যন্ত আমাদের প্রচারণা অব্যাহত থাকবে।”
প্রবাসে বাংলা চর্চা বৃদ্ধির আহ্বান
প্রবাসী শিশু-কিশোরদের বাংলার প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন দেশে বাংলা স্কুল কার্যক্রম চালু করা, স্কুলপাঠ্যে বাংলা অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।
সাংবাদিক জেসমিন মনসুর জানান, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশে কমিউনিটির সমন্বিত উদ্যোগ জরুরি।
হাই কমিশনের অনুপস্থিতিতে ক্ষোভ
অনুষ্ঠানে ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার বা কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় উপস্থিত নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন।
দীর্ঘ আন্দোলনের পথচলা
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ে সংগঠনটি ২০০৬ সাল থেকে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন— খুব শিগগির এই আন্দোলন সফলতা পাবে।
মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদনায়: এস এম মেহেদী হাসান
Reporter Name 




























