হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ (নিউইয়র্ক): আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি হিসেবে সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক হেলাল মাহমুদ পূর্ণ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।
গত রবিবার (৯ নভেম্বর ২০২৫) নিউইয়র্কের অষ্ট্রিয়ার বার্গার কিং রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সাধারণ সভায় আগামী দুই বছর মেয়াদি (২০২৬–২০২৮) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি হাকিকুল ইসলাম খোকন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ।
▶ নবগঠিত কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত
সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত ব্যক্তিরা কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন—
সিনিয়র সহ-সভাপতি: কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন
সহ-সভাপতি: মো. নাসির, আলমগীর ভূঁইয়া, বিশ্বজিৎ সাহা, সুহাস বড়ুয়া, দেলওয়ার মানিক, জনপ্রিয় নিউজ পোর্টাল আইবিএননিউজ২৪.কম-এর সম্পাদক আয়েশা আক্তার রুবি, মীর ডিনার হোসেন, একেএম ফায়জুললাহ বাদল, সরদার আল মামুন ও পংকজ রায়।
যুগ্ম সাধারণ সম্পাদক: আরিফুর রহমান আরিফ, ফিরোজ আহমেদ কল্লোল, আবু ঈসা মনজিল, সারোয়ার হোসেন খান লিটন ও নজরুল ইসলাম স্বপন।
সাংগঠনিক সম্পাদক: সোহেল চৌধুরী
সমাজকল্যাণ সম্পাদক: মো. পাপ্পু চৌধুরী
অন্যান্য পদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
▶ উপদেষ্টা পরিষদে স্থান পেলেন বিশিষ্টজনরা
সভায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের নামও ঘোষণা করা হয়। তাঁরা হলেন—
কলামিস্ট এম. এ. সালাম, মানবাধিকার কর্মী ও কলামিস্ট শেহলী পারভীন, ড. প্রদীপ রঞ্জন কর এবং এবিএম ওসমান গনি প্রমুখ।
▶ সাংবাদিক নির্যাতনের নিন্দা
সভায় বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিকদের ওপর নিপীড়ন ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এছাড়া, বাংলাদেশে সাংবাদিক, লেখক ও কলামিস্টদের ওপর সরকারের নিয়ন্ত্রণ, নির্যাতন ও দমননীতির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানানো হয়।
সভা শেষে মধ্যাহ্নভোজ পরিবেশনের পর সভাপতি হাকিকুল ইসলাম খোকন সভার সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদনায়: এস এম মেহেদী হাসান, মোবাইল: ০১৭১১–৯৩৪৩৫৮
Reporter Name 


























