স্টাফ রিপোর্টার | মৌলভীবাজার: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রেসক্লাব চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হামিদিয়া পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে নেতাদের বক্তব্য
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন।
এসময় আরও বক্তব্য দেন—
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন,
সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,
সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য বকসি মিছবাউর রহমান,
সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু,
ও সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
নেতারা বলেন, ৭ নভেম্বর জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় — সৈনিক-জনতার ঐক্যের প্রতীক এই দিনটি জাতীয় মুক্তির সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছিল।
তারা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিও পুনর্ব্যক্ত করেন।
উপস্থিত ছিলেন
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. সুনিল কুমার দাস, এম এ মুকিত, মোশাররফ হোসেন বাদশা, মাহমুদুর রহমান, শ্যামলী সূত্রধর, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার মজুমদার ইমন, সাংগঠনিক সম্পাদক রেজা করিম রেজা, মো. ইমরান আহমদ ও সাইফুল ইসলাম শপন প্রমুখ।
র্যালিতে জেলা, পৌর ও সদর উপজেলা বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
সম্পাদনায় : এস এম মেহেদী হাসান, মোবাইল : ০১৭১১ ৯৩৪৩৫৮
Reporter Name 
























