1:54 pm, Sunday, 23 November 2025

বর্তমান সরকার নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পিছিয়ে নিতে কাজ করছে : মিলন

  • Reporter Name
  • Update Time : 08:35:28 pm, Friday, 7 November 2025
  • 13 Time View

বর্তমান সরকার নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পিছিয়ে নিতে কাজ করছে : মিলন

রাজশাহী প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন,
“বর্তমান সরকার ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসকে চিরতরে মানুষের মন থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু বিএনপি শত বাধা উপেক্ষা করে প্রতি বছরই দিনটি পালন করে আসছে।”

তিনি বলেন, বর্তমান সরকার নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পিছিয়ে নিতে কাজ করছে।
আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে মিলন জানান, বিএনপি নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
তিনি নেতা–কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

শুক্রবার বিকেলে রাজশাহীর পবা থানামোড়ে নওহাটা পৌর বিএনপি ও পবা উপজেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিলন আরও বলেন, “১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের সূচনা করেছিল। সেই দিন থেকেই দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়।”

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা পবা থানামোড় থেকে শুরু হয়ে নওহাটা কলেজমোড়ে গিয়ে শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক,
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নওহাটা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক,
এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

বর্তমান সরকার নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পিছিয়ে নিতে কাজ করছে : মিলন

Update Time : 08:35:28 pm, Friday, 7 November 2025

রাজশাহী প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন,
“বর্তমান সরকার ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসকে চিরতরে মানুষের মন থেকে মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু বিএনপি শত বাধা উপেক্ষা করে প্রতি বছরই দিনটি পালন করে আসছে।”

তিনি বলেন, বর্তমান সরকার নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পিছিয়ে নিতে কাজ করছে।
আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে মিলন জানান, বিএনপি নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
তিনি নেতা–কর্মীদের উদ্দেশ্যে বলেন, “ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

শুক্রবার বিকেলে রাজশাহীর পবা থানামোড়ে নওহাটা পৌর বিএনপি ও পবা উপজেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিলন আরও বলেন, “১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের সূচনা করেছিল। সেই দিন থেকেই দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়।”

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা পবা থানামোড় থেকে শুরু হয়ে নওহাটা কলেজমোড়ে গিয়ে শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক,
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নওহাটা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক,
এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।