মাহিনুর ইসলাম মাহিন | বড়লেখা (মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিএনপির ৩০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডের এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. কামাল উদ্দিন, বর্ণি ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মাওলানা আমিনুল ইসলাম বলেন, “জামায়াতে ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে ৩০ জন নেতাকর্মী আমাদের দলে যোগ দিয়েছেন।”
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বড়লেখা ও জুড়ী এলাকায় জামায়াতে ইসলামীর তৃণমূল কার্যক্রমে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে।
সম্পাদনায় : এস এম মেহেদী হাসান | মোবাইল : ০১৭১১ ৯৩৪৩৫৮
Reporter Name 
























