শ্রীমঙ্গলে চুরির ঘটনায় গ্রেফতার রহমত আলী, মালামাল উদ্ধার
মৌলভীবাজার | ১২ আগস্ট ২০২৫ — মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন জেরিন চা বাগানের দুর্গা মন্দিরে চুরির ঘটনায় রহমত আলী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেরিন চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নিতাই গোয়ালা জানান, গত ১১ আগস্ট ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যে রহমত আলী মন্দিরে ঢুকে প্রতিমার কাপড়, ককশিটের তৈরী সামগ্রী ও দরজার পর্দাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। হার্ট সার্জারির পর বাসায় ফিরলেন জামায়াত আমির! সর্বশেষ আপডেট
পুলিশ অভিযুক্তকে শ্রীমঙ্গলের রাধানগর গ্রামের প্যারাগন রিসোর্টের সামনে থেকে আটক করে। তার হেফাজত থেকে একটি খয়েরী-সাদা রঙের দরজার পর্দা, চারটি লাইলনের কাপড়ের টুকরা, দুটি ককশিটের তৈরী প্রতিমার তাজ ও চারটি ফোমের গলার মালা উদ্ধার করা হয়। ডাক্তারদের চোখে আঙ্গুল দিলেন — সেনা বাহিনীর মেজর! | Rupantor Songbad
এসআই বাবলু কুমার পাল মালামাল জব্দের তালিকা তৈরি করেন। চুরির এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং আজ (১২ আগস্ট) গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Reporter Name 


























