অন্ধকার কাটিয়ে জাতির হাল ধরেছিলেন জিয়াউর রহমান: আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী | ১২ আগস্ট ২০২৫ — দেশ যখন অন্ধকারে ডুবে, তখনই জাতির নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান—এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
হার্ট সার্জারির পর বাসায় ফিরলেন জামায়াত আমির! সর্বশেষ আপডেট
মঙ্গলবার (১২ আগস্ট) পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব যখন আটক হয়ে পশ্চিম পাকিস্তানে গিয়েছিলেন, তখন মেজর জিয়াই স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছিলেন।”
ডাক্তারদের চোখে আঙ্গুল দিলেন — সেনা বাহিনীর মেজর! | Rupantor Songbad
তিনি আরও উল্লেখ করেন, “বর্তমান সরকার ভারতের সহযোগিতায় দেশের ওপর ‘স্টীম রোলার’ নীতিতে অত্যাচার চালাচ্ছে, যার ফলে ছাত্র জনতার আন্দোলনের পর দেশের শাসক পালিয়ে গেছে। আগামী সংসদ নির্বাচনে আমাদের সঠিক কর্মসূচি নিয়ে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, পবিপ্রবির কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী জেসমিন জাফর সহ পাঁচ শতাধিক নেতাকর্মী।
জাকির হোসেন হাওলাদার 
























