12:31 pm, Sunday, 23 November 2025

মুর্শিদাবাদে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও সাংবাদিকদের সম্মাননা প্রদান

মুর্শিদাবাদে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও সাংবাদিকদের সম্মাননা প্রদান

ডেস্ক রিপোর্ট | ১২ আগস্ট ২০২৫  ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেড ও বহরমপুর সুশ্রুত আই হসপিটালের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে আধুনিক চক্ষু পরীক্ষা শিবিরে দুই শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা, চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে জেলার ১৫ জন সাংবাদিককে গ্লোবাল প্রপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।

অনুষ্ঠানের বিবরণ

সোমবার ধুলিয়ানের একটি বেসরকারি লজে সামশেরগঞ্জ মেরিলিবন ক্লাবসবুজ সংঘের যৌথ পরিচালনায় এ শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ

  • ধুলিয়ান মিউনিসিপালিটির চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা

  • বিশিষ্ট শিল্পপতি ও সমাজকর্মী রামকৃষ্ণ সিং চুন্নু

  • সমাজকর্মী বাশির আলী

  • জনপ্রিয় সুইটস এর কর্তা ও সমাজকর্মী হুমায়ুন আনসারী

  • তরুণ সমাজকর্মী ইকবাল হোসেন

  • পুলিশ অফিসার অভিরাম মন্ডল ও সুমন্ত দাস

  • তরুণ প্যাথলজিস্ট ইমতিয়াজ আলম

অতিথিদের বক্তব্য

শিল্পপতি রামকৃষ্ণ সিং চুন্নু বলেন—

“মুর্শিদাবাদ জেলাবাসির পক্ষ থেকে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেডের কর্তা আলি আহসান বাপিকে ধন্যবাদ জানাই। এই উদ্যোগে বহু অসহায় ও দুঃস্থ মানুষ উপকৃত হবেন। গ্লোবাল প্রপার্টিজ শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠানও।”

গ্লোবাল প্রপার্টিজ লিমিটেডের কর্তা ও সাংবাদিক আলি আহসান বাপি বলেন—

“আগামীতে আরও বহু সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হবে। আমরা সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত মানুষদের পাশে থেকে কাজ করতে চাই।”

🔥 হার্ট সার্জারির পর বাসায় ফিরলেন জামায়াত আমির! সর্বশেষ আপডেট 

সাংবাদিকদের সম্মাননা

অনুষ্ঠানে ১৫ জন সাংবাদিককে মানপত্র, সুদৃশ্য স্মারক, উত্তরীয়, রিস্ট ব্যান্ড, মেডেল ও কলম দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা সাংবাদিকতার মান উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সংক্ষিপ্ত সার:
মুর্শিদাবাদে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেড ও বহরমপুর সুশ্রুত আই হসপিটালের উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে দুই শতাধিক মানুষ সেবা পান এবং ১৫ জন সাংবাদিককে গ্লোবাল প্রপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।

—  সালেহ আহমদ -স’লিপক/ তাবাসসুম/ এস এম মেহেদী

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রব্যমূল্য কমানো ও সর্বস্তরে রেশনিং চালুর দাবি

মুর্শিদাবাদে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও সাংবাদিকদের সম্মাননা প্রদান

Update Time : 06:06:11 pm, Tuesday, 12 August 2025

মুর্শিদাবাদে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও সাংবাদিকদের সম্মাননা প্রদান

ডেস্ক রিপোর্ট | ১২ আগস্ট ২০২৫  ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেড ও বহরমপুর সুশ্রুত আই হসপিটালের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে আধুনিক চক্ষু পরীক্ষা শিবিরে দুই শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা, চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে জেলার ১৫ জন সাংবাদিককে গ্লোবাল প্রপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।

অনুষ্ঠানের বিবরণ

সোমবার ধুলিয়ানের একটি বেসরকারি লজে সামশেরগঞ্জ মেরিলিবন ক্লাবসবুজ সংঘের যৌথ পরিচালনায় এ শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

  • সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ

  • ধুলিয়ান মিউনিসিপালিটির চেয়ারম্যান ইনজামুল ইসলাম রাজা

  • বিশিষ্ট শিল্পপতি ও সমাজকর্মী রামকৃষ্ণ সিং চুন্নু

  • সমাজকর্মী বাশির আলী

  • জনপ্রিয় সুইটস এর কর্তা ও সমাজকর্মী হুমায়ুন আনসারী

  • তরুণ সমাজকর্মী ইকবাল হোসেন

  • পুলিশ অফিসার অভিরাম মন্ডল ও সুমন্ত দাস

  • তরুণ প্যাথলজিস্ট ইমতিয়াজ আলম

অতিথিদের বক্তব্য

শিল্পপতি রামকৃষ্ণ সিং চুন্নু বলেন—

“মুর্শিদাবাদ জেলাবাসির পক্ষ থেকে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেডের কর্তা আলি আহসান বাপিকে ধন্যবাদ জানাই। এই উদ্যোগে বহু অসহায় ও দুঃস্থ মানুষ উপকৃত হবেন। গ্লোবাল প্রপার্টিজ শুধু একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠানও।”

গ্লোবাল প্রপার্টিজ লিমিটেডের কর্তা ও সাংবাদিক আলি আহসান বাপি বলেন—

“আগামীতে আরও বহু সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হবে। আমরা সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত মানুষদের পাশে থেকে কাজ করতে চাই।”

🔥 হার্ট সার্জারির পর বাসায় ফিরলেন জামায়াত আমির! সর্বশেষ আপডেট 

সাংবাদিকদের সম্মাননা

অনুষ্ঠানে ১৫ জন সাংবাদিককে মানপত্র, সুদৃশ্য স্মারক, উত্তরীয়, রিস্ট ব্যান্ড, মেডেল ও কলম দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা সাংবাদিকতার মান উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

সংক্ষিপ্ত সার:
মুর্শিদাবাদে গ্লোবাল প্রপার্টিজ লিমিটেড ও বহরমপুর সুশ্রুত আই হসপিটালের উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে দুই শতাধিক মানুষ সেবা পান এবং ১৫ জন সাংবাদিককে গ্লোবাল প্রপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।

—  সালেহ আহমদ -স’লিপক/ তাবাসসুম/ এস এম মেহেদী