হোটেলে নিয়ে দরজা বন্ধ করে দেন মদ্যপ পরিচালক, অতঃপর
ডেস্ক রিপোর্ট | ১২ আগস্ট ২০২৫ — হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেসমিন ভাসিন সম্প্রতি প্রকাশ্যে এনেছেন বহু বছরের পুরোনো এক ভয়াবহ অভিজ্ঞতা। তার অভিযোগ, অডিশনের নামে হোটেল কক্ষে ডেকে নিয়ে কাস্টিং কাউচের চেষ্টা করেছিলেন এক মদ্যপ পরিচালক। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ঘটনার বর্ণনা
জেসমিন জানান, মুম্বাইয়ের জুহুর একটি হোটেলে অডিশনের জন্য গিয়েছিলেন তিনি। সেখানে লবিতে অপেক্ষমাণ আরও তরুণীদের দেখতে পান। ডাক আসার পর কক্ষে প্রবেশ করলে দেখতে পান, পরিচালক মদ্যপ অবস্থায় আছেন।
কিছুক্ষণ পর কোঅর্ডিনেটর বাইরে চলে গেলে পরিচালক তাকে অভিনয়ের জন্য চাপ দেন। জেসমিন পরের দিন অডিশন দেওয়ার অনুরোধ করলেও তিনি রাজি হননি। বরং আরও খোলামেলা দৃশ্য করার দাবি জানান এবং কক্ষের দরজা বন্ধ করতে থাকেন।
“দৃশ্যটি ছিল প্রেমিক চলে যাচ্ছে, আমাকে আটকাতে হবে। কিন্তু পরিচালক অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন,” বলেন জেসমিন।
সুযোগ বুঝে কৌশলে কক্ষ থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি।
জেসমিনের সিদ্ধান্ত
এই ঘটনার পর জেসমিন দৃঢ় সিদ্ধান্ত নেন—কোনোদিন হোটেলের কক্ষে অডিশন দেবেন না।
২০১১ সালে ‘ভানম’ সিনেমার মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রে অভিষেক হয় জেসমিনের। এরপর তিনি দক্ষিণী সিনেমা ও হিন্দি টেলিভিশন উভয় ক্ষেত্রেই জনপ্রিয়তা অর্জন করেন।
সংক্ষিপ্ত সার:
জনপ্রিয় অভিনেত্রী জেসমিন ভাসিন জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে হোটেল কক্ষে এক মদ্যপ পরিচালকের কাস্টিং কাউচের চেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। সেই অভিজ্ঞতা তাকে চিরদিনের জন্য সতর্ক করে দিয়েছে।
— এস এম মেহেদী হাসান/ তাবাসসুম
Reporter Name 




























