রাজনগর উপজেলার সেরা সংগঠক নির্বাচিত শাকিব আহমদ
রাজনগর, মৌলভীবাজার | ১২ আগস্ট ২০২৫ — জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে শাহজালাল র. কিশোর ও যুব কল্যাণ পরিষদের সভাপতি শাকিব আহমদকে উপজেলা পর্যায়ের সেরা সংগঠক নির্বাচিত করে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা।
সম্মাননা প্রাপ্তির পেছনের অবদান
শাকিব আহমদ, যিনি শাহজালাল র. কিশোর ও যুব কল্যাণ পরিষদ কাছাড়ীর (নিবন্ধন নং ৬৩/২০২৫) সভাপতি, দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম, যুব প্রশিক্ষণ এবং তরুণদের দক্ষতা উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। এ জন্যই তাকে এ বছরের সেরা সংগঠক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের তাৎপর্য
আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে জাতীয় উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন এবং তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একইসাথে সৃজনশীল ও ইতিবাচক উদ্যোগে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
সংক্ষিপ্ত সার:
রাজনগর উপজেলার সেরা সংগঠক নির্বাচিত হয়েছেন তরুণ সংগঠক শাকিব আহমদ। সমাজসেবা ও যুব উন্নয়নে তার অসামান্য অবদানকে স্বীকৃতি জানিয়ে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
— সালেহ আহমদ (স’লিপক)/ তাবাসসুম/ এস এম মেহেদী
সালেহ আহমদ (স'লিপক) 


























