পুঠিয়ায় গণহত্যার বিচার ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপি–যুবদলের বিক্ষোভ মিছিল
“সাংবাদিক হত্যার বিচার চাই! আর কত মরবে কলমযোদ্ধা?”
পুঠিয়া, রাজশাহী | ০৮ আগস্ট ২০২৫ — রাজশাহীর পুঠিয়ায় জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার বিচার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও যুবদল। শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বিড়ালদহ মাইপাড়া বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পুঠিয়া-দুর্গাপুরের ছাত্রজনতার আয়োজনে রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টুর নেতৃত্বে মিছিলটি মাইপাড়া বাজার থেকে শুরু হয়ে ঢাকা–রাজশাহী মহাসড়কের পূর্ব ও পশ্চিম দিক প্রদক্ষিণ করে পুনরায় মাইপাড়া বাজারে এসে পথসভায় পরিণত হয়।
পথসভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক কোষাধ্যক্ষ এবং রাজশাহী-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী গোলাম মোস্তফা। এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক রায়হান, পৌর যুবদল নেতা সাজাদ হোসেন লাব্বিব, উপজেলা যুবদল নেতা আহসান মিঠুন জিন্না, সাদেক আলী, উজ্জ্বল, আহসান হাবীব, লিটন, সঞ্জু, পৌর যুবদল নেতা সামসুল জোহা বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান হত্যাকাণ্ডের ঘটনায় সরকারকে ১২ ঘণ্টার আলটিমেটাম সংক্রান্ত ভিডিও এখানে দেখা যাবে: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান হত্যাকাণ্ড | সরকারকে ১২ ঘণ্টার আলটিমেটাম
— মোহাম্মদ আলী / তাবাসসুম/মেহেদী
Reporter Name 
























