ওষুধের দোকানিকে হত্যার হুমকি, অভিযুক্ত ‘সন্ত্রাসী’ রায়হান পলাতক
চট্টগ্রাম | ০৮ আগস্ট ২০২৫ — চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় এক ওষুধের দোকানিকে হত্যার হুমকি দিয়েছেন ১৩ মামলার আসামি ও কুখ্যাত ‘সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হান। ২৫ জুলাই মোবাইল ফোনে নিজেকে ‘ঢাকাইয়া আকবর খুনের মামলার ২ নম্বর আসামি’ পরিচয় দিয়ে তিনি বলেন, “মাথার খুলি উড়িয়ে ফেলব।”
পুলিশ সূত্রে জানা যায়, রায়হান কারাগারে থাকা সন্ত্রাসী ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। ছোট সাজ্জাদ আবার বিদেশে পলাতক বড় সাজ্জাদের অনুসারী। এই চক্রের বিরুদ্ধে চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অসংখ্য অভিযোগ রয়েছে।
হুমকির শিকার দোকানি মো. রিদুয়ান থানায় কোনো জিডি বা মামলা না করলেও পুলিশ বিষয়টি জানে বলে জানিয়েছেন। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, “রায়হানকে ধরতে অভিযান চলছে।”
পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট থেকে রায়হানের নামে ১৩টি মামলা হয়েছে, যার মধ্যে ৬টি হত্যা মামলা। সম্প্রতি রাউজান, বাকলিয়া, পতেঙ্গা ও চান্দগাঁও এলাকায় একাধিক হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
— মেহেদী হাসান/ তাবাসসুম/মেহেদী
মেহেদী হাসান 



























