দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, রাজনৈতিক ধ্বংস থেকে ঘুরে দাঁড়াতে হবে: মির্জা ফখরুল
ঢাকা | ০৪ আগস্ট ২০২৫ — বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশ নিয়ে এখন বড় ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।”
সোমবার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদল আয়োজিত যুব-সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশ একটা ধ্বংসের পথ অতিক্রম করছে। রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। বিএনপিকেই এই ধ্বংস থেকে দেশকে পুনর্গঠনের দায়িত্ব নিতে হবে। আমাদেরই সেই চ্যালেঞ্জ নিতে হবে।”
তিনি বলেন, “বাংলাদেশ কখনো মাথা নত করেনি। সংগ্রাম করেছে, লড়াই করেছে। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। জিয়াউর রহমান এই দেশে একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশের অর্থনীতিতে নতুন গতি এনেছিলেন। আজ সেই অর্জনগুলো ধ্বংসের মুখে।”
খালেদা জিয়া ও জিয়াউর রহমানের অবদান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের যত কাঠামো ছিল, তা গড়ে তুলেছেন জিয়া ও খালেদা জিয়া। এখন সেগুলো আবার ধ্বংস করা হচ্ছে।”
তিনি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র ও দমন-পীড়নের অভিযোগ এনে তরুণদের রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
যুবদলের সমাবেশে মির্জা ফখরুল: “দেশ নিয়ে চলছে ষড়যন্ত্র ও চক্রান্ত”
📺 ভিডিও লিংক: https://youtu.be/zaOwMJu4WTQ
— এস এম মেহেদী হাসান/ সালেহ/ তাবাসসুম
এস এম মেহেদী হাসান 
























